Tag Archives: মাস্ক

তিতাসে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সাপ্তাহিক হাটে মানুষের ভিড়

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে কঠোর লকডাউনের মধ্যেও সাপ্তাহিক হাটে মানুষের ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি।

বুধবার (৭ জুলাই) দুপুরে লকডাউন ও প্রশাসনকে উপেক্ষা করে উপজেলার বাতাকান্দি বাজারে সাপ্তাহিক হাট বসে। এতে মানুষের ব্যাপক উপস্থিতিতে ভণ্ডুল হয়ে গেছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। মনে হয়েছে স্বাভাবিক সময়ের মতোই বাজারের বেঁচাকেনা করছে। এছাড়াও রাস্তাগুলোতে আগের চেয়ে বেড়েছে সিএনজি ও অটোরিকশার সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।

সরেজমিন বাতাকান্দি বাজারে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব।ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা কোনো নির্দেশনা মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছে আজ যেনো সাপ্তাহিক বাজার না বসে এবং সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদের নেতৃত্বে একটি পুলিশের টিম টহলে ছিলো। এখন আবার অভিযানে যাচ্ছি।

দেবিদ্বারে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০ জনকে অর্থদন্ড

মো. জামাল উদ্দিন দুলালঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কলেজ রোড, নিউমার্কেট এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। এসময় সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশের টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ২০ জনকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করে আদায় করা হয়।

এসময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা এবং প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার তিতাসে মাস্ক না পরায় ১৪ জনকে ২১৫০ টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।

তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীনে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে মাস্ক না পড়ার দায়ে দেড় ঘন্টায় ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থ জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চাঁদপুরে শতভাগ মাস্ক নিশ্চিতের জন্য জেলা প্রশাসকের মোঃ মাজেদুর রহমান খান এর নির্দেশে শহরের বিভিন্ন স্থানে ২য় দিনের মত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মাস্ক না পড়ার কারণে ৫২ টি মামলায় ৮১ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত (১৫০ মিনিট) চাঁদপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেটগণ এই অভিযান পরিচালনা করেন। এতে ৫২ টি মামলায় ৮১ জনকে মোট ৭ হাজার ৬শ’ ২০ টাকা জরিমানা করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওয়ালিদুজ্জামান ও ইমরান মাহমুদ ডালিম এসব আদালত পরিচালনা করেন। এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উক্ত অভিযান গুলোর সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ প্রশাসন, আনসার, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। জরিমানাকৃত ৮১ জনসহ প্রায় ১শ’ জনকে চাঁদপুর স্টেডিয়ামের হল রুমে ১ ঘন্টা আটকে রেখে বড় পর্দায় মাস্ক ও স্বাস্থবিধির উপর ১ ঘন্টার সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলায় সকল মানুষকে শতভাগ মাস্ক পড়ানোর জন্য কাজ করছি। মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করছি। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এমনকি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আটককৃতদের ১ ঘন্টা যাবত মাস্ক পরিধানের উপর সচেতনতামূলক ভিডিও দেখানো হয়েছে।