চৌদ্দগ্রামে যুবসমাজ ও প্রবাসীর উদ্যোগে ক্ষতিগ্রস্থ সড়কের মেরামত
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের হাজী সুরুজ মিয়া সড়ক দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। সড়কটিতে পূর্বে সামান্য ইট, বালু দেখা গেলেও সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, হাজী সুরুজ মিয়া সড়কটি বন্যার পানিতে তলিয়ে যায়। এতে পদুয়া, দামারপাড়া, আশফালিয়া ও দক্ষিণ ডেকরা গ্রামের মানুষের চলাচলে প্রায় বন্ধ হয়ে যায়।
গ্রামবাসিকে সাথে সদ্য প্রবাস ফেরত মোঃ ইয়াছিন ও পদুয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়েছে।
জানা যায়, ২০০৪ সালে তৎকালিন জামায়াতের এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো তাহের পদুয়া বাজার থেকে হাজী সুরুজ মিয়া বাড়ীর এক কিলোমিটার এই রাস্তাটি পাকা করন করে দেন। এরপর থেকে দীর্ঘ ২০ বছর রাস্তাটি সংস্কার না করায় সড়কটি কার্পেটিং উঠে গিয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পরে ৪ গ্রামের জনসাধারণ। জনগণের দুর্ভোগের কারণে যুবসমাজের সাথে পরামর্শ করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন প্রবাসী মোঃ ইয়াছিন। গত রোববার ও সোমবার রাস্তাটিতে রাবিশ পেলে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে এলাকাবাসী।
দামারপাড়ার বাহার মিয়া বলেন, অনেক বছর এ রাস্তা দিয়ে রিক্সা গাড়ী নিয়ে চলাচল করতে পারি নাই। গত কয়েক দিনের বন্যায় সড়কটি ভিশন ক্ষতিগ্রস্থ হয়। প্রবাসীদের উদ্যোগে এ সড়কে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় এখন আমরা ঠিক মত চলাফেরা করতে পারছি।
পদুয়া ইস্রাফিল বলেন, পদুয়ার হাজী সুরুজ মিয়া সড়কটিতে গত ২০ কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। চলাচল অনুপযোগী ছিল। গ্রামবাসী ও প্রবাসী এয়াছিনের উদ্যোগে যুব সমাজ সহযোগিতায় সড়কটি সংস্কার করা হয়েছে।
একই গ্রামের ডাক্তার পেয়ার আহমেদ বলেন, এ সড়কটি অনেক দিন অবহেলিত ছিল। এখন আমরা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে।
আমিনুল হক বলেন, গত ২০ বছরে আমাদের এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন এ গ্রামটি অবহেলিত ছিল। এ রাস্তা দিয়ে ৫-৬ গ্রামের লোকজন খুব কষ্টে চলাচল করত। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রবাসী এয়াছিন ভাই ও গ্রামবাসী উদ্যোগে সংস্থার করায় তাদের ধন্যবাদ জানাই।