Tag Archives: লাকসামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

লাকসামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস (৫০) ও মোঃ আলম (৩২) নামের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা যাত্রী। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালমাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, বিকেলে চন্দনা বাজার এলাকায় ঢাকাগামী হিমাচল বাসের সঙ্গে লাকসামমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।