শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। এর মধ্যে ২ জন পুরুষ ও ২ নারী। তাদের বেশির ভাগেরই বয়স ৪৫ থেকে ৭৫ বছর।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত  সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন, জেলার চান্দিনার ইদ্রিস মিয়া (৬০), আবদুল মান্নান (৬৫), সদরের হনুফা বেগম (৪৬) ও লাকসামের শাহানারা বেগম (৬০)।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৮ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৪ জন এবং সুস্থ হয়েছেন ২৫ জন।

আর পড়তে পারেন