শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে প্রাণ গেল যুবকের !

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় ডিবি পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাপ দিয়ে প্রাণ গেল রাশেদ (২৫) নামের এক যুবকের । এ সময় স্বপন ও হৃদয় নামের দুই যুবককে আটক করে ঢাকার ডিবি পুলিশ। পুলিশের দাবি নিহত রাশেদ একজন মাদক ব্যবসায়ী। তবে এলাকাবাসি জানায়, রাশেদ উপজেলার বড়কান্দা চৌরাস্তার মাথায় মুদি দোকানদারি করতো।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ওমরাকান্দি ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কি মাদক উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

নিহত রাশেদ উপজেলার বড়কান্দা ইউনিয়নের জলারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঢাকার ডিবি পুলিশ প্রথমে সিএনজি চালক স্বপন ও তার সহযোগি হৃদয়কে মাদকসহ আটক করে। তাদের কাছে জানতে পারে ওমরাকান্দি ব্রিজের উপর মাদক ব্যবসায়িদের কাছে এসব মাদক হস্তান্তর করবে। পরে তাদেরকে নিয়ে ব্রিজের উপর ডিবি পুলিশের টিমটি আসার পর মাদক ব্যবসায়িরা ডিবি পুলিশ দেখে ব্রিজের উপর থেকে নদীতে ঝাপ দেয়। ওই সময় ব্রিজের পিলারের সাথে আঘাত খেয়ে মাদক ব্যবসায়ি রাশেদের মৃত্যু হয়। অন্য সহযোগিরা পালিয়ে যায়। তবে রাশেদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।

 

আর পড়তে পারেন