রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে পুলিশ সদস্যসহ আজ করোনায় আক্রান্ত ৪৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।

শনিবার (২০ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৫৫৩ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৬জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২৫ জন (এদের মধ্যে চাঁদপুর পৌরসভার ১১ জন হচ্ছে- ট্রাক রোড এলাকার ১, বিটি রোড ২, শেরেবাংলা রোড এর চক্ষু হাসপাতালের পাশে ১, ১৩ নং ওয়ার্ড ওয়াপদা গেইট ১, জোড় পুকুর পাড় ১, মমিন পাড়া ১, ওয়ারলেস তরপুচন্ডী ১, বড় স্টেশন ২, মুখার্জি ঘাট ১ জনসহ পুলিশ লাইনস এর কয়েকজন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যও আছে), মতলব দক্ষিণে ১৫ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন ও ফরিদগঞ্জে ১ জন।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৪ জন। বাকী ৩৬৩ জন চিকিৎসাধীন।

জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে নতুন ১ জনসহ ২ জন।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০৭, ফরিদগঞ্জে ৬১, মতলব উত্তরে ২৭, হাজীগঞ্জে ৬৩, মতলব দক্ষিণে ৭১, কচুয়ায় ২৮, হাইমচরে ৩৩ ও শাহরাস্তিতে ৬৩জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার সন্ধ্যায় এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ৭২টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৯৯টি। এর মধ্যে ৪৩টি পজেটিভ ও ৫৬টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা ৩ হাজার ৬৩৪টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২ হাজার ৭৯৭টি। অপেক্ষমান রিপোর্ট ৮৩৭টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শ’ ৬০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ১৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৬জন। চিকিৎসাধীন ৩৬৩ জনের মধ্যে হাসপাতালে ৩৬ জন, ঢাকায় রেপার ৫ জন ও হোম আইসোলেশনে ৩২২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৪শ’ ৭৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬১৮জন।

আর পড়তে পারেন