শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৮
news-image

শাহ ইমরান/কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত. হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০) তার ছেলে আবু বায়োজিদ (৩০), মেয়ে ফাহিমা আক্তার এবং অটোরিকশারচালক সারোয়ার (৩৫)।

আহতরা হলেন- মরিয়ম আক্তার (২২) ও শিশু আলামিন (২)।

প্রত্যক্ষদর্শিরা ও আহত মরিয়ম আক্তার জানায়, নাঙ্গলকোটগামি সিএনজি চালিত অটোরিক্সার উপর ১১ হাজার ভোল্টেজের তার পড়লে মুহুর্তের মধ্যে সিএনজিটিতে আগুন ধরে যায় । এতে ঘটনাস্হলে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয় ও ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি নজরুল।

আর পড়তে পারেন