বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিতৃকোলের শিশুটি আজ জাতীয় নেতৃত্বে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০১৭
news-image

বিশেষ প্রতিবেদনঃ
আজকের শিশু আগামীর ভবিষ্যত” কোলে তুলে আদর সোহাগ দিয়ে বড় করে মানুষের মত মানুষ করা প্রত্যেক পিতা মাতার যেমন দায়িত্ব তেমনি বুঝতে শিখার সাথে সাথে গুরুজনদের আদেশ নিষেধ মেনে চলা, অসৎ সংগ ত্যাগ করে সৎ সংগ গ্রহন করে কাংখিত লক্ষ্যে পৌছানো প্রত্যেকের পক্ষে সম্ভব না। কঠোর সাধনা শৈশব থেকে করতে হয়। যে পাখি উড়ে খাচায় ধর ফর করে,শিশুটির চাহনি ও চাঞ্চল্যতা দেখেই অনুমেয়। অ,আ,ই,ক,খ,গ,ধ.ন.প.ফ.১.২.৩.১, ২, ৩, পড়ে শিখতে শিখতে প্রাথমিক শিক্ষা শুরু করে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে লেখা পড়ার চাপ বাড়তে থাকে পরিবারের সঠিক গাইড লাইন দেওয়া দেখভাল করার মধ্যে বেড়ে উঠা শিশুটির ও কম পরিশ্রম ত্যাগ তিতিক্ষা পোহাতে হয়নি। প্রাথমিক স্তর,মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর পার হয়ে উচ্চ শিক্ষা গ্রহন করে অনেকে স্বাধীন চিন্তা চেতনায় বিদেশে পাড়ি জমায় উন্নত জীবনযাপনের আশায়। মাটি ও মানুষের কল্যানে নিজেকে নিবেদিত করা পারিবারিক শিক্ষার পাশাপাশি আত্বচিন্তায় থাকাটা ও বেশি জরুরি, এটা সবার পক্ষে সম্ভব নয়।

যারা কায়িক শ্রম,মেধাশক্তি মাটি ও মানব কল্যান নিয়ে ভাবে তাদের ধারাই সম্ভব হয়ে উঠে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সময় সুযোগ কাজে লাগিয়ে ¯্রষ্ঠার সৃষ্টির ভূ মন্ডলে ধাপে ধাপে নিজেকে কর্মধারা ফুটিয়ে তুলা। এতক্ষন যাকে নিয়ে লিখছি পিতৃকোলে চাঞ্চল্যর প্রতিক হয়ে চেয়ে আছে তিনি সাবেক একাধিকবার মন্ত্রী, ভূ তত্ব বিজ্ঞানী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব ড: খন্দকার মোশাররফ হোসেনের সু যোগ্য উত্তরসূরি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী তরুন প্রজন্মের অহংকার বিএনপির নির্বাহী কমিটির সদস্য অত্যন্ত পরিশ্রমী ও বিচক্ষন নেতা ড: খন্দকার মারুফ হোসেন। পরিবারে শিক্ষা দিক্ষার পাশাপাশি নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে ধাপে ধাপে তৃণমূলের অতি সাধারণ মানুষের সাথে সুখে-দু:খে মিলেমিশে একাকার হয়ে রাজনীতি করে আজ এখানে এসেছে। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে এই এলাকার ছাত্রদের সঠিক দিক নির্দেশনা দিয়ে ছাত্রদলে অন্তর্ভুক্ত করে অতীতের যে কোন সময়ের চেয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলকে ঢেলে সাজিয়ে নিজের নেতৃত্বের বহিঃ প্রকাশ ঘটান যা আজও বিদ্যমান। তিনি দলের অন্তিম মুহুর্তে নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা দিয়ে সতেজ রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি আইন পেশায় অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন। দলের আন্দোলন সংগ্রামে সব সময় নিজেকে সাংগঠনিক দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। কেন্দ্রের পাশাপাশি নিজ এলাকা দাউদকান্দি, মেঘনার জনগনের হৃদয়ে পিতার পাশাপাশি ড: খন্দকার মারুফ নামটিও স্থান করে নিয়েছেন। দাউদকান্দি, মেঘনার জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের তারুন্যের অহংকার নেতৃত্বের প্রতিক হয়েছেন পিতৃকোলে থাকা শিশুটি। পরিবারের আদর্শ ও সুযোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন।আগামী দিনে স্বমহিমায় মাটি ও মানুষের সেবায় ব্রত হয়ে জাতির বিবেক হয়ে বিশ্বকে জানান দিবে এটা ইতোমধ্যে প্রমাণিত। এগিয়ে যাবে দূর্বার গতিতে এটা দৃঢ় বিশ্বাস।
—– লেখক- এম এইচ বিপ্লব সিকদার।

আর পড়তে পারেন