শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদুরতলা ও নিউ মার্কেটে মেয়াদহীন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন,অভিযানে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লা  নগরীর স্টেডিয়াম মা‌র্কেট, বাদুরতলা ও নিউমা‌র্কেট এলাকার ই‌লেকট্রনিক্স শো রুম, নিত‌্যপ‌ণ্যের বাজার ও হো‌টে‌লে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে  মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয় ও বিক্রয়ের উ‌দ্দেশ্যে সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার সুরভী স্টোর‌কে ৩ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে উৎসব বেকা‌রি এন্ড সুইটস‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অব‌হেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটা‌নো এবং নোংরা-অস্বাস্থ‌্যকর  মগে খাবার পা‌নি সরবরাহ করার অভি‌যো‌গে নিউমা‌র্কেট এলাকার আ‌রিফ হো‌টেল‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (৭ সে‌প্টেম্বর)  সকাল ১০টা থে‌কে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে  সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালিত হয় । এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এছাড়াও আজ উক্ত এলাকার টি‌ভি, ফ্রিজ ও হোম অ‌্যাপলা‌য়েন্স বিক্রয়কারী শো রুমগু‌লো‌তে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌কে প্রতা‌রিত করা‌ হ‌চ্ছে কিনা সেটি দেখ‌তে বি‌শেষ তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। পাশাপা‌শি নিউমা‌র্কেট এলাকার মাছ, মাংস, ডিম ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

আর পড়তে পারেন