বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা গ্রীন প্রাঃ লিঃ এর এমডির উপর সন্ত্রাসী হামলা, ১০ লক্ষ টাকা লুট

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা গ্রীন প্রাঃ লিঃ এর এমডি মাওলানা আনিছুর রহমান জাফরীকে স্থানীয় সন্ত্রাসী মানিক ও সোহেলের নেতৃত্বে ১০/১২ জন অর্তকিত সশস্ত্র হামলা চালিয়ে আহত করে ১০ লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত রোববার ৭ মে বিকালে মেঘনার সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত রোববার ৭ মে বিকালে মেঘনা গ্রীন প্রাঃ লি এর এমডি ও বিভিন্ন টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় ইসলামিক আলোচক-লেখক , দৈনিক মুক্তমত পত্রিকার সহ-সম্পাদক মেঘনার বড়ইয়া গ্রামের আলহাজ্ব কারী জাফর আলীর ছেলে মাওলানা আনিছুর রহমান জমি বিক্রির জন্য সাব রেজিষ্ট্রি অফিসে যায়। সেখানে জমি রেজিষ্ট্রি করে জমি বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে আসার সময় রেজিষ্ট্রি অফিসের উত্তরদিকে একটি চা দোকানের সামনে স্থানীয় সন্ত্রাসী মেঘনার শিকিরগাও গ্রামের রেখমত বুইদ্ধার ছেলে মানিক ও একই গ্রামের চুনু মিয়ার ছেলে সোহেলের নেতৃত্বে ১০/১২ জন অর্তকিত সশস্ত্র হামলা চালিয়ে জমি বিক্রির ১০ লক্ষ টাকা লুটে নেয় এবং সাথে থাকা চেক বইসহ অন্যান্য মূল্যবান কাগজপত্রসহ ব্যাগটি ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে খালি স্টাম্পে ও ছিনিয়ে নেয়া চেকের প্রতিটি পাতায় সই করে নেয়। এক পর্যায়ে জাফরীকে মারধর করার তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জাফরীকে টেনে হেচড়ে ইউপি চেয়ারম্যান অফিসের হল রুমে আটকিয়ে রাখে। পরে খবর পেয়ে মেঘনা থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। এ ব্যাপারে মামলা  প্রক্রিয়াধীন  আছে বলে জানান জাফরী।

আর পড়তে পারেন