Tag Archives: ঐক্যবদ্ধ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজ করলে সমাজ ও রাস্ট্র পরিবর্তন হবে- সাংবাদিকনেতা মোশারফ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজ করলে সমাজ ও রাস্ট্র পরিবর্তন হবে- সাংবাদিকনেতা মোশারফ

স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে রাষ্ট্র সংস্কার ও সমাজে পরিবর্তন আসবে। সাংবাদিকেরা জাতির আয়না স্বরূপ, তারা জাতিকে যাহা দেখাবে তাহাই জাতি গ্রহণ করবে। দেশের মানুষকে শান্তিতে রাখা ও সঠিকপথ দেখানো একজন প্রফেশনাল সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য ।

গতকাল বুধবার রাতে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটি (২০২৪-২০২৫) সেশনের পরিচিতি সভা ও ফ্যামেলী ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক নেতা মোঃ মোশারফ হোসাইন।

তরুণ সাংবাদিকদের নিয়ে ২০১২ সালে গঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল দীর্ঘ ৮ বছর পর দেশে আসায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেন সংগঠনটি।

সংগঠনের সভাপতি জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি’র সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন উদ্দোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নগদহাট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাফিল মোল্লা।

সংগঠনের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানের পরিকল্পনা ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুন্নার সহযোগিতায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, আরটিভির বাবু, দৈনিক আজকের জীবনের মোঃ নেকবর হোসেন, দৈনিক যায়যায় কালের শাহ ইমরান, দৈনিক আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, আজকের কুমিল্লার ডেস্ক এডিটর নাসরিন আক্তার হীরা, দৈনিক পূর্বাশার সাবিহা সুলতানা বর্ষা, প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, জবাবদিহি পত্রিকার মাঈন উদ্দিন, বাংলাদেশ কন্ঠের মোঃ ইয়াছিন প্রমূখ।

নৌকার প্রার্থীর পক্ষে সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে, দেশের যে এলাকায় দেবে, সেই নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তারা নৌকার বিজয়কে যেমন নিশ্চিত করবে এবং দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলায় নিজ বাসবভনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের প্রাচীন বড় রাজনৈতিক দল। এ দলে যারা কাজ করেন তাদেরকে সারাজীবন আন্দোলন সংগ্রাম করেই একটা পর্যায়ে আসতে হয়। কাজেই প্রতিটি সংসদীয় আসনেই অনেক যোগ্য প্রার্থী থাকে। তারা এমপি হতে সকলেই চান। গণতন্ত্রে তাদের মনোনয়ন চাইবার অধিকারও আছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু মনোনয়ন চাইবার অধিকার সকলের আছে। এবার অনেক নারী ও তরুণরা মনোনয়ন চেয়েছেন। এটিকে আমি মনে করি একটা ভালো লক্ষণ। তারা সকলে জনপ্রতিনিধি হওয়ায় ইচ্ছুক। তাদের এই ইচ্ছা শক্তিকে ভালো লক্ষণ হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নীতি-আদর্শ নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব সময় নির্বাচন করেছে এবং করবে। যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ নির্বাচন করেছে। আমাদের জোট সব সময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি। আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বুঝা যাবে আমরা জোটবদ্ধ নাকি জোট ছাড়া নির্বাচন করবো। কারণ তখন বুঝা যাবে কোন দল বেশী শক্তিশালী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে করে ভোটাররা আগামী দিনে তাদের দেশ পরিচালনার জন্য দল পছন্দ করে নিতে পারে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানায়।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, এখন সময় খুব কম। আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, জাফরুল্লাহ ভাই শুধু মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন। তাকে জাতি আজীবন মনে রাখবে।

‘জাফরুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ছিল- ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা’, যোগ করেন তিনি।