Tag Archives: বাঙালি

শোক দিবসে অজিত গুহ কলেজের উদ্দ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উদ্দ্যোগে দোয়া মাহফিল,আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় অত্র কলেজ মিলনায়তনে উক্ত অনুুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার (ফটিক)। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কলেজ শিক্ষক পারিষদের সম্পাদক আবু জাহেদ।

সহকারী অধ্যাপক নজমা আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল অসীম। কিভাবে এ দেশের নাম বাংলাদেশ হলো তোমরা সকলে এসবের ইতিহাস পড়বা। আর
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের সঠিক সিদ্বান্ত নিতে হবে। তোমাদের সঠিক সিদ্বান্তই একদিন এদেশ স্মার্ট বাংলাদেশ তধা আধুনিক দেশে পরিণত হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
বঙ্গবন্ধু এ দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, দেশের উন্নয়নের কথা, মানুষের অধিকার আদায়ের কথা, মানুষের নিরাপত্তার কথা সবসময় ভেবেছেন। বর্তমান বাংলাদেশ শেখ হাত ধরে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ধারাকে ধরে রাখতে হলে এদেশে আবার ও শেখ হাসিনার প্রয়োজন। তাই আসছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করা যায় এ বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 সরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা: হুইপ স্বপন  

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে অহংকার করবেন না। এখন থেকে জনগণের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করেনা। ভুল মানুষ করে, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের দুয়ারে যান,তাদেরকে বুঝান তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি বাংলার মানুষের কাছে যদি আমরা সরি বলে ক্ষমা প্রার্থনা করি বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আমাদের সৌভাঘ্য আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোন আপনর মানুষ নেই। বঙ্গবন্ধু যে ভাবে বাঙলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু বলে গেছেন বাঙলার প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানের কথা বলে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরাধিকারী। বঙ্গবন্ধুর কন্য এ রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননা। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তার মত দক্ষ রাষ্ট্র নেতা, অভিজ্ঞ রাষ্ট নেতা পৃথিবীতে কম আছে। বাঙলার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নির্ঘুম রাত্রি যাপন করেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এ মুর্হূতে বাঙলার মানুষের মুখে হাসি ফোঁটাবে এমন কোন নেতা নেই। এজন্য আমাদের একজন নেতার উপর অভিমান করে দয়া করে সিন্ধান্ত নিতে ভুল করবেন না।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন।

সম্মেলন শেসে বেলা আড়াইটার দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ীে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকের কে সভাপতি সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।