Tag Archives: মনোনয়নপত্র

কুসিকের উপ-নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তানিম

উজ্জ্বল হোসেন বিল্লাল :

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তানিমের পক্ষে মনোনয়নপত্র কেনার সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আলমগীর মজুমদার, সৈয়দ সোহেল, ব্যাবসায়ী নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হোসেন , জিল্লুর রহমান, যুবলীগ নেতা মাইনউদ্দিন তালুকদার, মো.গোলাম কিবরিয়া, আশিকুর রহমান, রাহেতউল্ল্যাহ উজ্বল, আলমগীর হোসেন, গোলাম মোহাম্মদ রহমত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য গোলাম হায়দার রনি সাংস্কৃতিক কর্মী মোঃ হাফিজুর রহমানসহ মহানগর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীগণ।

কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ১১টি আসনের বিপরীতে ২২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টায় এতথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, তরিকত ফেডারেশন থেকে ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৬ জন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট ২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ইসলামী ঐক্যজোট থেকে ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দল থেকে ১জন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে ২ জন, জাকের পার্টি থেকে ১০জন, গণফোরাম থেকে ৩জন, তৃণমূল বিএনপি থেকে ৪জন, গণফ্রন্ট থেকে ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন, বাংলাদেশ পিপলস পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে ২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও জাসদ থেকে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন জমা পড়েছে ১২ টি, কুমিল্লা- ২ (হোমনা-মেঘনা) আসনে ১২ টি, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে ১৪টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ১৪টি, কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে ১১টি, কুমিল্লা- ৬ (সদর উপজেলা, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে ৬টি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০টি, কুমিল্লা -৮ (বরুড়া) আসনে পড ১৫টি, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৯টি, কুমিল্লা- ১০ (লালমাই নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনে ৭টি, এবং কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে পড়েছে ১১টি।

রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার ড. শিরীন শারমিন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।

মনোনয়নপত্র জমাদানের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রংপুর-৬ আসনে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছি। পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলাম। আগামী নির্বাচনেও পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি।

স্পিকার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে।

পীরগঞ্জের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন জানিয়ে শিরীন শারমিন বলেন, পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্রের তথ্য সংগ্রহের দায়িত্ব ইসির ১০ কর্মকর্তার

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, জামানত, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ ইত্যাদি পরিপত্রে বলেছে ইসি।

ইসির ১০ অঞ্চল থেকে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের বিভিন্ন তথ্য ইসির যেসব কর্মকর্তা সংগ্রহ করবেন- রংপুর অঞ্চলের প্রার্থীদের তথ্য সংগ্রহে থাকবেন ইসির উপসচিব মো. হেলাল উদ্দিন খান, খুলনা অঞ্চলের তথ্য সংগ্রহে ইসির উপসচিব সালাহউদ্দীন আহমেদ, বরিশাল অঞ্চলের তথ্য সংগ্রহে উপসচিব মো. মিজানুর রহমান, চট্টগ্রাম অঞ্চলের তথ্য সংগ্রহে থাকবেন এনআইডি’র মুহাম্মদ ফজলুর রহমান।

এছাড়া, ঢাকা অঞ্চলের তথ্য সংগ্রহ করবেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদুল হক, সিলেট অঞ্চলের তথ্য সংগ্রহে ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের তথ্য সংগ্রহে সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল, ফরিদপুর অঞ্চলের তথ্য সংগ্রহে সহকারী সচিব আফরোজা পারভীন, ময়মনসিংহ অঞ্চলের তথ্য সংগ্রহে সহকারী সচিব মো. ইলিয়াছ কামাল রিসাত এবং রাজশাহী অঞ্চলের তথ্য সংগ্রহে থাকবেন সহকারী সচিব আরিফা বেগম।

অনলাইনে মনোনয়নপত্র জমায় ‘অনাচার’ কমবে: প্রধান নির্বাচন কমিশার

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় নির্বাচনের আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হলে নির্বাচনি ‘বিধি ভঙ্গের সংস্কৃতি ও অনাচার’ দুটোই কমে আসবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রোবাবর ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ উদ্বোধন করে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ও অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে এ কথা বলেন সিইসি।

হাবিবুল আউয়ালের ভাষ্য, ভোটের আগে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অনেক সময় সংঘাতের নানা ঘটনা ঘটে। কারণ মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীরা শো ডাউন করে থাকেন। এই শো ডাউন কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি কিন্তু এখানে সংকটও হয়ে থাকে। এই অ্যাপ ব্যবহারের ফলে সেটি কমে আসবে।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নিবন্ধিত দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে হাবিবুল আউয়াল বলেন, অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) হল সব প্রার্থীর জন্য। আর স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপটি সাধারণ মানুষের জন্য।

অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ‘চালু করা হলেও রিটার্নিং অফিসারের কাছে প্রচলিত পদ্ধতিতে সরাসরি মনোনয়ন জমার ব্যবস্থাও রেখেছে নির্বাচন কমিশন।

এই অ্যাপ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে প্রচার চালানোর জন্যও তাগিদ দিয়েছেন সিইসি।

১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে নির্বাচন কমিশন।

নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণার কথা বলে আসছে নির্বাচন কমিশন।

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে ৮ প্রার্থী ও কাউন্সিলর পদে ৫৬ জনের মনোনয়ন দাখিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভায় মনোনয়নপত্র জমা প্রদানের শেষদিন পর্যন্ত মোট ৬৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮ জন প্রার্থী, ৯টি ওয়ার্ড থেকে ৪৯ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার (২০ ডিসেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

মেয়র পদে ৮ প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামশেদ আহম্মদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, হুমায়ূন কবির।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব প্রমুখ।