Tag Archives: মাদক কারবারি

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রায় দেড় কোটি টাকার মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জংগলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জসিম উদ্দিনকে আটক করে। এই সময় তার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার মূল্যের ৪৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত মাদক কারবারি জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল বুড়িচং সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় উপজেলার সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি এলাকা থেকে ১ কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেল জব্দ করে। আটককৃত মাদকসহ আসামীকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার নিমসারে

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কুমিল্লার নিমসারে

আটককৃত যুবক মোঃ নূর নবী (২৩) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামারা গ্রামের মোঃ মান্নানের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফেন্সিডিলসহ আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দয়াপুর এলাকা থেকে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

ফেন্সিডিল

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার মোঃ মোসলেম মিয়ার ছেলে সোহাগ (২৬) এবং ফেনী দাগনভূঁইয়ার মোঃ ইয়াছিনের ছেলে মোঃ হাসান (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ডভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাঁজাসহ আটক

কুমিল্লায় ৮৯ কেজি গাঁজাসহ ২ জন আটক

৮৯ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কায়দায় পিকআপে করে গাঁজা পরিবহনকালে ৮৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৮৯ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

৮৯ কেজি গাঁজা

 

আটককৃত মাদক কারবারিরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা (৩১) এবং একই উপজেলার মোঃ খোকনের ছেলে মোঃ আকাশ (৩২)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে দিনাজপুরসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।  মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ (২৮) নামের মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাইতুল নূর জামে মসজিদের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: রাজু শরীফ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত ইসমাইল শরীফের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানার একটি টিম মাদক অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।

এসময় তার পরিহিত জিন্স প্যান্টের দুটি পকেট থেকে কালো কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রাজু জানায়, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে সে মাদক বিক্রয় করে আসছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সুবর্ণপুর এলাকা থেকে গাঁজাসহ মোঃ আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার কাটাবিল এলাকার মোঃ মোন্তাজ মিয়ার ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

জানা গেছে, ‘চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের পশ্চিমপাশের পাকা সড়ক থেকে সিএনজি অটোরিকসায় থাকা ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা সিএনজি চালকসহ আরো ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে মাদক আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে সিএনজি চালিত অটোরিক্সায় পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেকে গাঁজাসহ মোঃ রুবেল (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

আটককৃত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুদ মিয়া (৩২) একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

 

পৃথক অন্য একটি অভিযানে ১৮ সেপ্টেম্বর রাতেসদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ রাব্বি (২৯)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

চৌদ্দগ্রামে ৭৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৩ বোতল ফেন্সিডিলসহ মনি (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক হওয়া নারী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার উত্তর পাড়া গ্রামের মোঃ মালেক মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।