Tag Archives: মাদক ব্যবসা

চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে

চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ৭ জন আটক

চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ৭ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রির অভিযোগে র‌্যাবের অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার জগমোহনপুর এলাকায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, ঘোষতল গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল খালেক, বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন, নারায়নপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে পারভেজ, কেছকিমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নূর নবী, বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শরীফ হোসেন, এবং ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার তেরকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র উদ্ধারে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকচালক ও সহকারীদের কাছে মাদক বিক্রি করে আসছিল।

অনেক হোটেল মালিক ও ম্যানেজার খাবার হোটেলের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাকের চালকরা খাবার খেতে এবং বিশ্রামের জন্য হোটেলে বিরতি নেন। বিরতিকালে চালক ও সহকারীরা এসব হোটেল থেকে মাদক কেনেন এবং সেবন করেন।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় মাদক ব্যবসায়

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চাঁন্দপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোঃ কাউসার (২২) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁন্দপুর ভাবনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানা যায়, অভিযুক্ত মোঃ রশিদ মিয়া, এরশাদ মিয়া, মোঃ সাহিদ মিয়া প্রঃ বুলেট, নাহিদ প্রঃ গালপোড়া নাহিদ, মনা মিয়া, রিয়াজ, মোঃ শাওন মিয়া, এনাম মিয়া, মোঃ সজিব, রাব্বি এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কাউসার এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

হামলার সময় মোঃ রশিদ মিয়া কাউসারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর এরশাদ মিয়া কাউসারকে আঘাত করতে গেলে, তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তবুও ডান হাতের কবজিতে মারাত্মক জখম হয় এবং হাড়সহ রগ কেটে যায়।

পরে অভিযুক্তরা সেলিনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটারসহ প্রায় ১,২০,০০০ টাকার ক্ষতি করে। বাধা দিলে বাড়ির সদস্যদেরও মারধর করে এবং হুমকি দেয়।

এ ঘটনার পর আহত কাউসারকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

সেলিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। মামলায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নগরীর ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় মূল আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে।

শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়। এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

নগরীর চকবাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

কুমিল্লার পাচঁথুবীর বিভিন্ন সীমান্তে মাদকের রমরমা ব্যবসা

 

ইসতিয়াক আহমেদ / শাহ ইমরান:

কুমিল্লা বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা শহর। সম্প্রতি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের বেশ কিছু এলাকায় দিবালোকেই চলছে মাদক ব্যবসা। উল্লেখ্য যে, সুবর্ণপুর, বাড়াইপুর, পশ্চিম মাঝিগাছা, কোটেশ্বর, বাঘবের, নিশ্চিন্তপুর, জালুয়াপাড়া, খিলপাড়া, শিবের বাজার, শাহপুর, গোলাবাড়ি এবং শালধর ব্রীজ ভারত সীমান্তবর্তী এলাকা বিধায় মাদকের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে থেকে জানা যায় এই সব সীমান্তবর্তী এলাকাগুলোতে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য প্রকাশ্য দিবালোকেই বেচাকেনা করে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে খড়গ।

এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সুবর্ণপুর, বাড়াইপুর, পশ্চিম মাঝিগাছা, কোটেশ্বর, বাঘবের, নিশ্চিন্তপুর, জালুয়াপাড়া, শাহপুর, গোলাবাড়ি এবং শালধর ব্রীজের কিছু অংশ মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় দিনরাত নির্বিঘ্নে চলে তাদের ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক সেবনের কাজ।

তবে মাদক সেবীদের আনাগোনা বেশী লক্ষ্য করা যায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। বিকেলের পর থেকে শুরু হয় এই সব এলাকার উপর দিয়ে শত শত মোটরসাইকেল, সিএনজি চলাচল। রাত যতবাড়ে মাদক সেবীদের জন্য এই সব এলাকা পরিণত হয় অভয়ারণ্য।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে জানিয়েছেন, এই সব এলাকার বেশ কিছু দোকানপাটেও চলে মাদকের ব্যবসা। আর ওইসব দোকান থেকে দূর দূরান্তের আসা বিভিন্ন মাদকসেবী ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন সেবন ও ক্রয় করে থাকে।

আর এসব মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থকেন এলাকার বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। প্রত্যেকটি এলাকায় আছে একজন করে গডফাদার যাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা অবাঁধে মাদক ব্যবসা চালালেও এলাকার সাধারন মানুষ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভুক্তভোগী একজন সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানোর পর, প্রশাসন অভিযান পরিচালনা করে কিছু মাদক ব্যবসায়ীদের আটক করে। কিছু দিন পর জেল থেকে জামিনে বের হয়ে মাদক ব্যবসায়ীরা পুনরায় মাদক ব্যবসা শুরু করে। যার কারণে বন্ধও হচ্ছে না তাদের মাদক ব্যবসা।

এসব মাদকের হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পাঁচথুবী ইউনিয়নের এলাকাবাসী।

মাদক ব্যবসা বন্ধে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুমিল্লা মোঃ সোহান সরকার (পিপিএম) জানান, মাদক নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা প্রতিদিন মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক করছি। যদি আমাদেরকে কেউ সুনির্দিষ্ট তথ্য দেয় তাহলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।