চৌদ্দগ্রামে হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ৭ জন আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রির অভিযোগে র্যাবের অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার জগমোহনপুর এলাকায় অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, ঘোষতল গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল খালেক, বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন, নারায়নপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে পারভেজ, কেছকিমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নূর নবী, বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শরীফ হোসেন, এবং ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার তেরকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র উদ্ধারে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকচালক ও সহকারীদের কাছে মাদক বিক্রি করে আসছিল।
অনেক হোটেল মালিক ও ম্যানেজার খাবার হোটেলের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাকের চালকরা খাবার খেতে এবং বিশ্রামের জন্য হোটেলে বিরতি নেন। বিরতিকালে চালক ও সহকারীরা এসব হোটেল থেকে মাদক কেনেন এবং সেবন করেন।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।