Tag Archives: লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরনে গোলাপি রঙের বোরখা ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে নদীর পানিতে

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা ট্যাক কাটার জলা ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি একই এলাকার খাটরা পূর্ব পাড়ায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে সবুজের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মতন চলছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী এবং কনকাপৈত পুলিশ ফাড়ির এস আই মফিজুর রহমান জানান, গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক সবুজ নদীর পানিতে তলিয়ে যায়। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। তাৎক্ষণিক আমরা চাঁদপুর ডুবুরি দলকে খবর দিই। এ সময়ের মধ্যে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালাই। দুপুর আনুমানিক ২টায় ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় কিছুক্ষণের মধ্যেই সবুজেত মৃতদেহের সন্ধান পায়। নিহত সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের নিকটাত্মীয় নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দাউদকান্দিতে কিশোরের লাশ উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সামি মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৎস্য প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সামি মিয়া উপজেলার বিটেস্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সানি মিয় স্থানীয় বরকোটা বাজারের একটি ফার্নিচার দোকানে কাঠমিস্ত্রীর সহকারীর কাজ করতো। বুধবার বিকালে কাজ শেষে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়।

বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করে তার পরিবার । এরপর বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কিশোরের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামি মিয়া নামে কিশোরকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি চলছে।

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়ার জের ধরে প্রবাসী স্বামী দেশে ফেরার ১৫ দিন পরই তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলী গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ১০ বছর আগে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল- তাসলিমা দম্পতির ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

গত ১৫ দিন আগে সাইফুল দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সঙ্গে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে বলে দাবি করেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

বুধবার ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্বামী সাইফুলসহ পরিবারের লোকজন এসে তাকে সিলিং থেকে নামায়।

নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। এর আগে, গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে নাস্তা খেয়ে কাজের উদ্দেশে বের হন। ওইদিন রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। আজ সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশটি শনাক্ত করি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জালালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল। কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

লাকসামে চেয়ারম্যান বাড়ির কবরস্থান থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলার কোটইশা গ্রাম থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাকই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়ালের (আবুল) বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। মেহেদী কোটইশা গ্রামের পুরাতন বাড়ির আবদুল জব্বারের ছেলে।

নিহতের মা ফাতেমা বেগমের অভিযোগের তীর একই গ্রামের বাসিন্দা মালেক মিয়ার ছেলে বাছেদ ও আমিন বাড়ির সিরাজুল ইসলামের ছেলে জিহাদের দিকে।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে মেহেদী হাসান মা-বাবার সঙ্গে সকালে নাস্তা খেয়ে তার সহপাঠীদের সঙ্গে বের হন। মেহেদী কৃষিজমি ও বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। এমনকি একই গ্রামের আমিন বাড়ির বাসিন্দা জাহিদ ও বাছেদ মিয়ার সঙ্গে দিনে অথবা রাতে আড্ডা দিতেন এবং মাঝে মধ্যে রাতে তাদের বাড়িতে ঘুমাতেন তিনি। মেহেদীর পাশের বাড়ির আনোয়ারা বেগম বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান বাড়ির পাশে কবরস্থানে কচুর লতি ওঠাতে গিয়ে এক যবুকের ডান চোখ উঠানো লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এ সময় স্থানীয়রা মেহেদীর অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মর্গে পাঠানো হবে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

বরুড়ায় উত্তেজিত ভাতিজার পুতার আঘাতে চাচী খুন

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার পয়েলগাছায় আপন ভাতিজার হাতে চাচী খুন। সোমবার(১৫ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে পয়েলগাছা হাটপুকুরিয়া গ্রামে ভাতিজার পাথরের পুতার আঘাতে খুন হন আপন চাচী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে হাটপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজাহান বাড়িতে এসে পারবারিক বিষয়ে চেচামেচি শুরু করে। একপর্যায়ে তার চাচী জমিলা বেগম(৫০) তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করলে শাহজাহান উত্তেজিত হয়ে ঘর থেকে পুতা এনে চাচীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়। খুন হওয়া জমিলা বেগম একই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক শাহজাহানকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আনিসুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সঙ্গী নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঘাতককে আটক করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।