Tag Archives: স্বেচ্ছাসেবক লীগ

দেবিদ্বারের চরবাকরে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে মারধর

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর খাজা ব্রিকস এর অফিস থেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ইমনকে ডেকে নিয়ে মারধর করে ঈগল সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রনির নেতৃত্বে এ হামলা হয়।

নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় এ হামলার শিকার হন স্বেচ্ছাসেবক লীগ কর্মী ইমন।

বরুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

 

এমডি. আজিজুররহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলামের হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বরুড়া পৌর সদর বাজারে প্রেসক্লাবের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোঃ আবুল কাসেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃজামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বকতার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এজি, এস শাহজান, উপজেলা ছাত্রলীগের সিনিয়রসহ-সভাপতি মোঃ লিপন খন্দকার ও নিহতের ভাই জোবায়ের হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গালীমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বাদল, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, পৌরসভা যুবলীগের যুগ্ম-আহবায়ক নোমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিহতের ভাই জোবায়ের বক্তব্যে বলেন, আমার ভাইকে ফোন করে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় সরাসরি ভূমিকা রাখে আবাদ, মাসুদ, মারজান, ফারুকসহ অজ্ঞাতরা। দৃশ্যমান আসামীসহ হত্যার নেপথ্যে জড়িতদেরও দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম জানান, আমরা একজন আসামী গ্রেফতার করেছি। আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি, আদালত রিমান্ড মঞ্জুর করেনি।মামলা দতন্তাধীন এবং জড়িতদের গ্রেফতারের অভিযান অভ্যাহত রয়েছে।