শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 পরিশেষে রমজান এলো

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২১
news-image

মেহেদী হাসান রনি:

পরিশেষে রামাদান এল,
বসন্তের এই শেষ দিনে,
ধূসরতা ধূলিসাৎ একাকার বর্জনে,
স্নিগ্ধতা যথাধিক মিশ্রিত করে,
বান্দার হৃদ জুড়ে পবিত্রতা আত্ম করে,
গুনে-কুগুনে মারজুক দেহকে,
প্রায়শ্চিত্ততাই প্রত্যক্ষ করে,
ক্ষমাকর্তার নিকট নিবেদিত মনে,
বছর হতে বছরান্তরের যত ক্ষমা প্রার্থনাতে,
কেবল প্রার্থীর নয় সকল তরে,
সুক্ষ হতে সূক্ষতর যত অকর্ম সম্পাদন হয়েছে,
যাক তাকদির লেখক কর্তৃক মুছে,
আর যেন প্রতিটি সুকর্ম থাকে গ্রহণে,
পরিশেষে রামাদান এল,
বসন্তের শেষ দিনে।

যেমনই আধার লেইনে,
সোডিয়ামের নিম্নে পরে,
সুকালো চারদিক বিচিত্র আলোকিত হয়ে উঠে,
তেমনি আপন মনে,
মুছে যাওয়া কুগিত শেষে,
স্নীগ্ধানূভূতি বিনিদ্রাশীল হয়ে জেগে উঠে,
পরিশেষে রামাদান এল,

আজকের বসন্তের শেষ দিনে,
বা রামাদের পূর্বক্ষনে,
আত্মমনে কেবল চাই এইতে,
পরম সত্য দয়া প্রদানের অধিকারী কে,
রহমতের দুয়ার এর মালিক কে,
আজকের এই দিন প্রদানে,
কেবল যাঁর আদেশ ছিল ক্রিয়াতে,
তাঁর নিকট এইটুকু থাকি চেয়ে,

প্র‍য়োজন চাহিদা প্রার্থনা বিশেষ,
পুরো নয়,
অতি পুণ্যময় রামাদান যদি হয় এমনকি অর্ধপূর্ণময়,
বা কম যদি হয় তার চেয়ে,
ধাবিত থাকবে আত্ম মন পরম তৃপ্ততা তে,
পরিশেষে রামাদান এল,
আজ এই বসন্তের শেষ দিনে।।

 

আর পড়তে পারেন