বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ইলেকট্রনিক্সের গোডাউন পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় আতিক ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক নামের একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান মো. রাব্বি খান জানান, অগ্নিকাণ্ডে তাদের গোডাউনে রক্ষিত ৬০টি ফ্রিজ, ২০টি টিভি, ৬টি এসি,৭টি এয়ারকুলার, ইলেকট্রিক এবং ক্রোকারিজ মালামাল ভষ্মিভূত হয়। এতে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার সাবের আহমদ জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আর পড়তে পারেন