Tag Archives: বন্যা

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে বন্যা পরবর্তী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে বন্যা পরবর্তী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

শাহ ইমরান:

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বন্যা পরবর্তী সময়ে প্রান্তিক কৃষকদের সহায়তায় আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ রবিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিএলসি ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কুমিল্লায় এক সেমিনারের মাধ্যমে ৪০ জন আদর্শ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং কীটনাশক বিতরণ করা হয়।

উক্ত সেমিনারে কৃষকদের বন্যা পরবর্তী করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করা হয়, যেখানে বিশেষজ্ঞরা অতিবৃষ্টি ও বন্যার পর ফসল রক্ষায় করণীয় এবং কীটনাশক ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করেন। উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান বলেন, “আমাদের দেশ কৃষি প্রধান, তাই কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে।” তিনি সবজি উৎপাদন এবং বিভিন্ন ফসলি জমিতে পোকা দমনের উপায় নিয়ে আলোচনা করেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে

অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে সেলস কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেলস ম্যানেজার মোঃ আল আমিন এবং ডিপো ম্যানেজার মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এই ধরনের সেমিনার ও বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কৃষকরা সঠিক উপায়ে ফসল উৎপাদন করতে পারেন এবং দেশের কৃষি অর্থনীতি স্থিতিশীল থাকে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ক্ষতের চিহ্ন। ২০টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার গ্রামীণ ও আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। অনেক স্থানে বন্ধ রয়েছে যান চলাচল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়কে একাধিক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পিচ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে ৫-১০ ফুট সমপরিমাণ মাটি সরে গেছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শশীদল পাঁচ পীরের মাজার হয়ে নাগাইশ হয়ে বড়ধুশিয়া পাকা সড়ক। এ রাস্তায় প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয়রা পড়েছেন মহাদুর্ভোগে। অসুস্থ, শিক্ষার্থী ও শিশুদের যাতায়াত ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উক্ত সড়ক থেকে পানি নেমে যাওয়ায় নাগাইশ এলাকার প্রফেসর বজলুর রহমান, ডাক্তার সোহেল রানা,গাজী রুবেলসহ এলাকার যুব সমাজ বাঁশ কেটে রাস্তা ইট ও শুকি ফেলে প্রায় ৩ কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী করতে দেখা গেছে।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ বলেন, আমার ইউনিয়নে রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া উপজেলা সদরের যাওয়ার একমাত্র সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। আমার শশীদল ইউনিয়নের এ সমস্ত সড়ক মেরামত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা খরচ হবে বলে তিনি জানান।

এ বিষয়ে এলজিইডির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, বন্যায় শশীদল ইউনিয়নের প্রায় ২০ টি কাঁচা-পাকা সড়কের ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো মেরামত না করলে ছোট বড় গাড়ি চলাচলে ব্যহত হবে। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বন্যার কারণে চৌদ্দগ্রামে

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

স্টাফ রিপোর্টার:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজসহ ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

১ সেপ্টেম্বর থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও জলাবদ্ধতার কারণে এখনো ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি থাকার কারণে এখনও ৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদরাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বাকি বিদ্যালয়গুলোর পাঠদান শুরু হলেও চতুর্দিকে পানি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

গত ১৮ আগস্ট থেকে বন্যার কারণে চৌদ্দগ্রামে র পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।

এতে ১৭০টি প্রাথমিক, ৫৪টি মাধ্যমিক, ৪৮টি মাদরাসা, একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি-বেসরকারি ১১টি কলেজসহ মোট ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ।

সরেজমিনে দেখা গেছে, আলকরা ইউনিয়নের বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখনও পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও যাতায়াতের সড়কে পানি থাকায় ওইসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও চারপাশে পানির থৈ থৈ অবস্থায় থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ। এছাড়া কিছু এলাকায় বাড়ির উঠানে এবং সড়কে পানি থাকায় অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসতে পারছে না। ফলে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।

আব্দুর রশিদ নামে এক অভিভাবক বলেন, “চারদিকে এখনও যে পরিমাণ পানি রয়েছে, সে কারণে আমার ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। পুরোপুরি পানি কমলে সে স্কুলে যাবে।”

ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, “বন্যার পানি ঘরে প্রবেশ করে বই-খাতাসহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কি নিয়ে স্কুলে যাবো?”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম বলেন, “উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টিতে পানি উঠেছে। এখনো ৭০টি বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি রয়েছে। যার কারণে ওই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ৬৭ বিদ্যালয়ের বেঞ্চ, টয়লেট ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে, সেগুলোতে পাঠদান শুরু হয়েছে তবে চতুর্দিকে পানি থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, “পানি থাকার কারণে উপজেলার ৭টি স্কুল ও ৫টি মাদরাসায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। বাকিগুলোতে যথারীতি পাঠদান চলমান রয়েছে।”

সদর দক্ষিণে  বন্যাকবলিত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

সালাউদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষকে ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত আশ্রয় নেয়া মানুষের মাঝে সদর দক্ষিণ উপজেলা ডক্টর’স ফোরামের উদ্যোগে ও বারপাড়া সমাজ কল্যাণ পরিষদ এবং অন্যান্য সেচ্ছাসেবি সংগঠনের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নাক কান গলা বিভাগের চিকিৎসক ডা: মো: আবু কাউছার মজুমদার, এমএস , ডা. মাজহারুল ইসলাম ( এফসিপিএস,পার্ট -২ ট্রেনি, নিউরো সার্জারী বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ), ডা. গাজী সাইফুল সলাম ( জেনারেল প্র্যাক্টিশনার), ডা.মো. মাছুম বিল্লাল ( সদর দক্ষিণ ডায়াবেটিস সমিতির, চিকিৎসক) , ডা. মনজুরুল ইসলাম সৈকত ( শিশু বিষয়ে অভিজ্ঞ )  ও মেডিকেল শিক্ষার্থী মেহেদী ইমরানের  মাধ্যমে বন্যাকবলিত মানুষদেরকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ঔষধ বিতরন ও বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন পরামর্শ,দিকনির্দেশনা দেওয়া হয়।আশ্রয় কেন্দ্র গুলোতে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেছে সদর দক্ষিণ উপজেলা ডক্টর’স ফোরাম।

ডক্টর’স ফোরামের ডাক্তাররা বলেন,বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক ক্যাম্পিং করে তাদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের কার্যক্রম চলমান রাখবেন।

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি  অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।

ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজার মূল্যে, মাছে ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনামাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হয়েছে।

এছাড়া, ২২ কোটি ৯৫ লাখ টাকার পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি এবং ৮০ লাখ টাকার জাল বিনষ্ট হয়েছে।

বরুড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে, যা ৯০৩ হেক্টর আয়তনের।

এছাড়া, ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচং ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোট ৩ হাজার ১৬২টি, লালমাই ২ হাজার ৭টি, মনোহরগঞ্জ ২ হাজার ৩৫০টি, আদর্শ সদর ২ হাজার ৪৫২টি, মুরাদনগর ৮০০টি, চান্দিনা ২০০টি, লাকসাম ২ হাজার ৫০০টি, তিতাস ২২টি, দেবীদ্বার ৪০০টি, চৌদ্দগ্রাম ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের খামার বা পুকুর তলিয়েছে।

এছাড়া, জেলায় ১৫টি মৎস্যবীজ খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ২ দশমিক ৬৯ হেক্টর। এসব খামারে ৬২ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানিয়েছেন, বন্যায় মৎস্যখাতে ক্ষতির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বানের পানি নেমে গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

বিজয়পুর মহিলা কলেজসংলগ্ন সড়কটির বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

সালাহ উদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি থেকে আদিনা মুড়া সড়কটির এখন বেহাল দশা । প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঐ অঞ্চলের হাজারও মানুষ।

জানা যায়, জেলখানাবাড়ি থেকে আদিনা মুড়া সড়ক ও বিজয়পুর মহিলা কলেজ এর সামনে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয় মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের মেইন ফটক দিয়ে প্রবেশের বড় বাঁধা সড়কটির গর্তে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। এই সড়কটি লালমাই পাহাড়ের গা ঘেঁষে গিয়ে মিলিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আদিনা মুড়া,বাতাইছড়ি বাজার কালির বাজার ও বরুড়া উপজেলার সাথে। পাহাড়ি অঞ্চল বরুড়া উপজেলার অধিকাংশ লোকজন কুমিল্লা শহরে সহজে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন এ সড়কটি । তাইতো সড়কটি দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ের গা ঘেঁষে চলা সড়কটি ধ্বংস করার অভিযোগের তীর অবৈধভাবে লালমাই পাহাড়ের মাটি বিক্রি চোরা সিন্ডিকেট গঠন করা ব্যক্তিদের উপর। মাটি খেকুদের মাটি বহনকারী ডেমো ট্রাক অতিরিক্ত চলাচলের কারণে এসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় জনগণ।

তারা বলেন, বিগত সরকারের আমলে প্রতিদিনই দিনে ও রাত মিলে প্রায় ৩০০ থেকে ৪০০ বার মাটি বহনকারী ডেমো ট্রাক চলাচল করেছে এ সড়কটি দিয়ে। তারা অবৈধভাবে মাটি বিক্রি করে লালমাই পাহাড়ের ঐতিহ্য ধ্বংস করেছে, সাথে সরকারি সড়কটিও ধ্বংস করেছে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের এই সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানাই।

বিগত সরকারের ১৫ বছর সময় ধরে অবৈধভাবে মাটি কেটে ধ্বংস করা হয়েছে ঐতিহ্যবাহী লালমাই পাহাড় এবং এ গুরুত্বপূর্ণ সড়কটি প্রশাসন জেনেও কেন পদক্ষেপ নেয়নি এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মাঝে।

চাঁদপুরে বন্যার পরিস্থিতি

চাঁদপুরের দুই উপজেলায় বন্যার তীব্রতা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট:

টানা চার দিন ধরে থেমে থেমে চাঁদপুরে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে নেমে আসা বন্যার পানিও এর সাথে যুক্ত হয়েছে। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি ক্রমেই বাড়ছে, তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে। তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানিয়েছেন, শাহরাস্তির ছয়টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে ডুবে আছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, হাজীগঞ্জের চারটি ইউনিয়নের অর্ধশত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে। ডাকাতিয়া নদী দিয়ে পানি নামছে এবং শিগগিরই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা জুয়েল রানা জানান, গত কয়েকদিন ধরে গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে তারা ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।

ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা আনিছুর রহমান সুজন বলেন, পানি কিছুটা কমেছে তবে রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরও বাড়বে।

এদিকে কচুয়া উপজেলার বাসিন্দা মঞ্জুর আহমেদ সেলিম জানিয়েছেন, তাদের ১১ নম্বর গোহাট ইউনিয়ন ও ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ জানান, চাঁদপুরের ৬৪টি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসন থেকে ২১৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বন্যায় কুমিল্লা সদর দক্ষিণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

সালাউদ্দিন সোহেল:
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা ।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। গ্রামগুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রতিদিন বেড়েই চলেছে এসব অঞ্চলের বন্যার পানি । ফলে নতুন করে আক্রান্ত হতে পারে আরো অনেক গ্রাম। এভাবে প্রতিদিন বন্যার পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রান’ই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত অঞ্চলের মানুষের একমাত্র ভরসা।
ইতিমধ্যে সদর দক্ষিণ উপজেলায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে তাদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ফেনী এবং বুড়িচং এর মত সদর দক্ষিণ উপজেলার বন্যা পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতে তেমন প্রচার প্রচারণা না হওয়াতে অনেক সংগঠনের নজরে আসছে না সদর দক্ষিণের বন্যা পরিস্থিতি। যার ফলেই বেশিরভাগ সংগঠনের লোক ফেনী এবং বুড়িচং উপজেলায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও ত্রাণ নিয়ে আসছে না সদর দক্ষিণে।

ব্যক্তিগত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্দেগে গেল কয়েকদিন এ অঞ্চলে শুকনো খাবারও বিশুদ্ধ পানি বিতরণ করলেও পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ করেন অনেক বন্যা কবলিত মানুষ।মেইন রোড থেকে দূরবর্তী গ্রামগুলোতে খাবার পৌঁছে না বলে অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে অনেক স্বেচ্ছাসেবীরা বলেন রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পর্যাপ্ত নৌকার অভাবে মেইন রোড থেকে দুই তিন কিলোমিটার দূরের গ্রামগুলোতে খাবার পৌঁচাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
এভাবে আর কয়েকদিন চলতে থাকলে হয়তো বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাবে সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষগুলো।

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় অন্তত ১৫০ জন নিহত

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় অন্তত ১৫০ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভারী বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে গত দুই দিনে কমপক্ষে ১৫০ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজনের বেশি মানুষ। যে কারণে মৃতের সংখ্যা দুই শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার বেনগাজিতে রেড ক্রিসের প্রধান কাইস ফাখেরি লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় প্রাণহানির এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স। তিনি বলেছেন, ‘আমরা ভবন ধসের পর অন্তত ১৫০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। মৃতের সংখ্যা আড়াইশ জনে পৌঁছাতে পারে শঙ্কা করছি। পরিস্থিতি খুবই বিপর্যয়কর।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, দেশটির বেনগাজি, সোসি, আল-বায়দা, আল-মারজ এবং দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় তলিয়ে যাওয়া গাড়ির ছাদে অনেক মানুষ আটকা পড়েছেন।

সোমবার টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেরনা শহরের বাসিন্দা আহমেদ মোহাম্মদ জানান, ‘আমরা ঘুমিয়ে ছিলাম এবং ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই আমাদের বাড়িতে পানি। আমরা ঘরের ভেতরে রয়েছি এবং বের হওয়ার চেষ্টা করছি।’

নিখোঁজদের মধ্যে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সাত সদস্য রয়েছে বলে জানিয়েছেন এলএনএর মুখপাত্র আহমদ মিসমারি। খলিফা হাফতারের নেতৃত্বাধীন এই বাহিনী বিভক্ত দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

পূর্ব লিবিয়ার আলমোস্তকবাল টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজ দেখা গেছে, প্রবল বন্যায় যানবাহন ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, উপকূলীয় শহর দেরনায় পানির স্তর বিপৎসীমার তিন মিটার (১০ফুট) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সংসদ ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানির ঘটনায় দেশে তিন দিনের শোক ঘোষণা করেছে। অন্যদিকে, ত্রিপোলির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-বেইবাহও ক্ষতিগ্রস্ত সব শহরে তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলকে ‘দুর্যোগ কবলিত’ এলাকা বলে অভিহিত করেছেন।

দেশটির প্রধান চারটি তেল বন্দর রাস লানুফ, জুয়েটিনা, ব্রেগা এবং এস সিদ্রা শনিবার সন্ধ্যা থেকে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সেখানকার দুই তেল প্রকৌশলী রয়টার্সকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে। কর্তৃপক্ষ সর্বোচ্চ জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্কুল ও দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং কারফিউ জারি করেছে।

সূত্র: রয়টার্স।