স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে বন্যা পরবর্তী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বন্যা পরবর্তী সময়ে প্রান্তিক কৃষকদের সহায়তায় আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ রবিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পিএলসি ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কুমিল্লায় এক সেমিনারের মাধ্যমে ৪০ জন আদর্শ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং কীটনাশক বিতরণ করা হয়।
উক্ত সেমিনারে কৃষকদের বন্যা পরবর্তী করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করা হয়, যেখানে বিশেষজ্ঞরা অতিবৃষ্টি ও বন্যার পর ফসল রক্ষায় করণীয় এবং কীটনাশক ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করেন। উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান বলেন, “আমাদের দেশ কৃষি প্রধান, তাই কৃষি ফসল উৎপাদন বাড়াতে হবে।” তিনি সবজি উৎপাদন এবং বিভিন্ন ফসলি জমিতে পোকা দমনের উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে সেলস কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেলস ম্যানেজার মোঃ আল আমিন এবং ডিপো ম্যানেজার মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এই ধরনের সেমিনার ও বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কৃষকরা সঠিক উপায়ে ফসল উৎপাদন করতে পারেন এবং দেশের কৃষি অর্থনীতি স্থিতিশীল থাকে।