Tag Archives: বিএনপি

‘ভারতের কাছে শেখ হাসিনাকে

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

‘ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি উত্থাপন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে—এটা প্রমাণিত হয়েছে। আমরা চাই, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) অবিলম্বে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় আনা হোক। শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন, তাদেরও বিচার করা হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে আমাদের বৈঠক হয়েছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, কবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবার আগ্রহ রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা এতে সন্তোষ প্রকাশ করছি। ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে যখন এসব ঘটনার কথা বলি, তখন অনেকেই তা বিশ্বাস করতে চান না।’

আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শুধু দলীয় কর্মী নয়, দেশের বিভিন্ন মানুষকে গুম করা হয়েছে। তাদের তুলে এনে জঙ্গি নাটক সাজানো হয়েছে।’

নির্বাচনের ‘ডেড লাইন’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।’

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে যা ভাবছেন নেতাকর্মীরা

ইমতিয়াজ আহমেদ জিতু:
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্তির এক মাসের মাথায় (২ ফেব্রুযারি) সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

তবে এই কমিটি ঘোষণা পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে ক্ষোভ ঝাড়ছেন। কমিটি নিয়ে শীর্ষ নেতারাও কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন। মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর নামে চাদাঁবাজির কোন একটি অভিযোগও নেই। হাজী ইয়াছিনের মত ক্লিন ইমেজের লোককে সদস্য করে উনার সাথে উপহাস করা হয়েছে। এখানে সদস্য করে উনার মহানগর কমিটিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হল। উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে একাধিক নেতাকর্মী জানান, এই কমিটি ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে আবার ৫ সদস্য বিশিষ্ট করা হল, তা বোধগম্য নয়। এই কমিটিতেও মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকুর মত লোকদের জায়গা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধোয়াশা-সন্দেহ থেকে যাচ্ছে। মাহবুবুল আলম চপল, মো: হুমায়ন কবির, নজরুল হক ভূইয়া স্বপনসহ সাবেক মেয়র সাক্কুর সাথে রাজনীতি করা নেতাকর্মীদের পূর্নাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত। তা না হলে বৈষম্য রয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরী জানান, ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন। দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই। এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি। আশা বুড়িচং

করি অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ণ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান, নতুন কমিটির সদস্যদের অভিনন্দন। আশা করি পূর্নাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগি নেতাদের মূল্যায়ণ হবে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে ভাল মনে করেছেন, সেভাবে কমিটি দিয়েছেন। যদি পূর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগি নেতাকর্মীরা স্থান পায়, সেটা ভাল হবে। আপাতত দৃষ্টিতে কমিটিকে ভালই মনে হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করবো।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর জানান, প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কমিটি ঘোষণা দেওয়ায়। দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আশা করি ভাল কিছু হবে। এই কমিটি দলের ও কুমিল্লাবাসির মঙ্গলের জন্য কাজ করবে।দলের কোন্দল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে, তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ।

নতুন কমিটির সদস্য ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, ঘোষিত কমিটি ভাল হয়েছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভাল মনে করেছেন, সেভাবেই কমিটি করেছেন। কমিটির সবাইকে অভিনন্দন।দলের কোন্দল নিরসনে এই কমিটির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি জানান, সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লার বিএনপির রাজনীতিতে ঝড় বইছে, সবার চোখ গুলশানে

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে যে কোন সময়। গতকাল সোমবার রাতে এ কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ছিল। কিন্তু নানা সমীকরণের ফলে কমিটি রাতে ঘোষণা হয়নি। এদিকে এ কমিটি ঘোষণা ঘিরে কুমিল্লার রাজনীতিতে ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপ একে অপরের সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। আবার হাজী ইয়াছিনকে পুনরায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক পদে রাখার দাবি জানিয়ে সবার প্রোফাইলে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে তার সমর্থিত নেতাকর্মীরা।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছে। তবে হাজী ইয়াছিনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে তার নেতাকর্মীরা মনে করছেন। তবে সদস্য সচিব পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। এ পদ নিয়ে কোন প্রতিযোগিতা নেই।

গতকাল কমিটি ঘোষণা না হওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। অনেকে বলছেন- জাকারিয়া তাহের সুমন হয়তো এবার হাজী ইয়াছিনকে ছাড় দিতে পারেন। আবার অনেকে বলছেন আহ্বায়ক পদে জাকারিয়া তাহের সুমন চূড়ান্ত হয়ে গেছে।ছাড়া দেয়ার সম্ভাবনা নেই। তবে হাজী ইয়াছিন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হওয়ায় তাকে অন্য কোন শাখার দায়িত্বও দেয়া হতে পারে।

বিভিন্ন সূত্রমতে, যুগ্ম আহ্বায়ক পদে আমিরুজ্জামান আমির, মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকু, মাহবুব চৌধুরীর নাম থাকাটা প্রায় নিশ্চিতই বলা যায়।তবে যুগ্ম আহ্বায়ক পদে চৌদ্দগ্রামের বিএনপি নেতা কামরুল হুদা পুনরায় থাকার জন্য লবিং করছেন বলে জানা গেছে। তবে শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত-এই বক্তব্য দেওয়ার জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এই বিএনপি নেতা। ফলে এই কমিটিতে জায়গা পাওয়াটা কামরুল হুদার জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সূত্র।

এদিকে যুগ্ম আহ্বায়ক পদে রেজাউল কাইয়ুমের নাম শোনা যাচ্ছে। বিগত বিলুপ্ত কমিটিতেও তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কুমিল্লার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে, এই কমিটিতে এমন কোন লোককে স্থান দেওয়া উচিত নয়, যারা বিগত সময়ে দখলবাজি, চাদাঁবাজি করেছে।

একাধিক সূত্রমতে, আজকালের মধ্যে কমিটি ঘোষিত হতে পারে।

কুমিল্লায় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইলজুড়ে হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হয়েছে বেশ কিছুদিন হল। দুয়েকদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হবে জানা গেছে। কে আসবে নতুন কমিটিতে তা নিয়ে বেশ সরব কুমিল্লার রাজনীতি। দুয়েকদিন ধরে নতুন আরেকটি ধারা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক সংসদ সদস্য  হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সমর্থনে তাঁর সমর্থিত নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি পরিবর্তন করে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে। নতুন কমিটিতে হাজী ইয়াছিনকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখার জন্যই নেতাকর্মীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়।

হাজী আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পিছনে একাধিক কারণ থাকলেও হাজী ইয়াছিনের কর্মকান্ড ছিল ইতিবাচক। তাই নেতাকর্মীরা তাকে পুনরায় এই  কমিটিতে দেখতে চান। তারা বলেন- হাজী ইয়াছিন ভাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ৫ আগষ্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। কিন্তু সেখানে হাজী ইয়াছিন ভাই ব্যতিক্রম। যার বিরুদ্ধে একটাও অভিযোগ নাই। বিগত ১৫ বছরে দলের দু:সময়ে তিনি সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন। সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয়। আমরা হাজী ইয়াছিনকে চাই। নতুন কমিটিতে নেতৃত্বে তিনিই থাকবেন । হাজী ইয়াছিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা হাজী ইয়াছিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে। কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজী ইয়াছিনের ছবি দিয়েছি।

 

এ বছরের মাঝামাঝি সময়ে

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি

ডেস্ক রিপোর্ট:

বিএনপি দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভোট যতই বিলম্বিত হবে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে।

এ সময় বিএনপির এই নেতা উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নের বিষয় নয়।

তিনি বলেন, তাড়াহুড়ো করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।

সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করেন মির্জা ফখরুল এবং সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

বিএনপি ক্ষমতায় গেলে

বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যখন ক্ষমতায় আসব, তখন আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা রেখে তাদের অগ্রগতির প্রতিবেদন দেওয়ার দিকে মনোযোগী হতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতিতে অলিগার্কদের উত্থান ঘটিয়েছে, যার ফলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ প্রথমে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে এবং এরপর একে একে সব জায়গা দখল করেছে। পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি।

তিনি বলেন, দেশের অর্থনীতি হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হলে দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদার রাজনীতি এবং মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমাদের যারা প্রবাসী আছেন, তাদেরও যেন সমান সুযোগ পাওয়ার সুযোগ থাকে, সেদিকে নজর দিতে হবে। বিগত সময়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ অনেকটা উন্নত হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এটি আরও ভালো হবে।

তিনি আরও বলেন, রাজনীতির পুরোনো ইস্যুতে পড়ে থাকলে চলবে না। আমাদের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের যেন কখনো বৈষম্যের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে।

অর্থনীতির গণতন্ত্রায়ণের প্রয়োজনীয়তা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও উদার হতে হবে। সমস্ত বড় সুযোগ-সুবিধা কেন শুধু পোশাক খাত পেয়েছে, আর অন্যান্য ২০টি সম্ভাবনাময় খাত তা পায়নি, সেটি গভীরভাবে বিবেচনা করতে হবে। সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা গেলে ব্যবসার খরচও স্বাভাবিক নিয়মে কমে আসবে।

আমীর খসরু বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এত বড় তরুণ কর্মী বাহিনী যদি দক্ষ না হয়, তাহলে এ জনসংখ্যার সুবিধা কোনো কাজে আসবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সদস্য রূপা হক, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং প্রশাসক মো. আনোয়ার হোসেন।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে চ্যাম্পিয়ন গোমতী ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে শালবন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গোমতী ওয়ারিয়র্স।

ফাইনাল খেলায় গোমতী ওয়ারিয়র্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ১৬ ওভারে শালবন টাইগার্স ১০০ রান করেন। দলের পক্ষে অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ১৪ রান, মোস্তাফিজ ৩২, ইকরাম ৮, সোহরাব সুমন ৭, শাহ ইমরান ২, আলমগীর ৩ ও সাইফুল সুমন ৪ রান করেন। শালবন টাইগার্স এর পক্ষে সুমন কবির ও মাইনুল স্বপন ২ টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে গোমতী ওয়ারিয়র্স ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের দ্বারে পৌছে যান। দলের পক্ষে সোহান ৩৯ রান, আজাদ ১১, সুমন কবির ২৫, স্বপন ৮, মান্না ৭ রান করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুমন কবির। সেরা বোলার হয়েছেন মাইনুল হক স্বপন , সেরা ব্যাটার হয়েছেন সোহান, সেরা ফিল্ডার হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ এবং টুর্ণামেন্ট সেরা হয়েছেন সোহান। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পাওয়া সোহানকে ৩ হাজার টাকা ও ম্যান অব দ্য ম্যাচ পাওয়া সুমন কবিরকে ২ হাজার টাকা উপহার দিয়েছেন ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান।
টুর্ণামেন্টজুড়ে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ, জহিরুল হক বাবু, ইয়াছিন মিয়া, সাফি, জিহাতুল সাকিব।

 

টুর্ণামেন্টে আয়োজনে সহায়তা করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা, চ্যানেল বাংলাদেশ টিভির শাহ ইমরান, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান ও এশিয়ান টিভির কুমিল্লা ব্যুরো প্রধান আজিজুল হক। ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন ময়নামতি ও ধর্মসাগর দল।

  

এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন নগদ হাটের ব্যবস্থাপনা পরিচালক  ইসরাফিল মোল্লা,  ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান, নুর জুয়েলার্সের পরিচালক আরিফ জামান, হাফসা সুইটস এর পরিচালক সোহেল ভূইয়া, শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টুর্ণামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক মাসুক আলতাফ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ সামসুল তাবরেজ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদালতের পিপি ও বিএনপি নেতা কাইমুল হক রিংকু, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি বদিউল আলম সুজন, প্রতিষ্ঠাকালিন বিএনপির ছাত্র-যুব সংগঠক ও ইর্ষ্টাণ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মো: সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এড হক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মহানগর বিএনপি নেতা রেজাউল হক আখি, জেলা জাসসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন ও সদস্য সচিব রিপন। সকল অতিথিদের হাতে উপহার তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান দিলীপ মজুমদার প্রমুখ।

   

এছাড়া নকআউট পর্বের খেলাগুলোতে সম্মানিত অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুমিল্লার বরুড়া সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুসিকের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, কুসিকের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া, কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক কোচ সারোয়ার জাহান প্রমুখ।

এদিকে ২৫ নভেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্তাধিকারি আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো: সারোয়ার জাহান। কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

টুর্ণামেন্টজুড়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন টুর্ণামেন্টের অন্যতম উদ্যোক্তা , কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

 

টুর্ণামেন্টে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন  কল ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও রাশেদ রবি।

 

 

‘প্রধান উপদেষ্টার ভাষণে

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

‘প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি আশাহত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়। যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় ক্ষমতায় থাকলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আলোচনা সভা আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা আন্দোলনের মূল স্ট্রাইকার ছিলেন, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

গতকাল জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির প্রত্যাশা পূর্ণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের সহযোগীরা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সদর দক্ষিণে বিএনপি কর্মীদের বিরুদ্ধে আ’লীগের সুবিধাভোগী অরন্ডি কাশেমের মামলা দায়ের

ষ্টাফ  রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি’র কমিটি নির্বাচনের সময় বিগত ১৬ বছরের আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা ভোগী আবুল কাশেম হট্টগোল সৃষ্টি করে উল্টো বিএনপি কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২৬ অক্টোবর শনিবার উপজেলার বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ নং ওয়ার্ডের বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই  সময় কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বারপাড়া গ্রামের আবুল কাশেম(অরন্ডি কাশেম) সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী রোবেলকে আওয়ামী লীগ বলে হট্টগোল সৃষ্টি করে,  অথচ কাশেম নিজেই গত ১৬ বছর  আওয়ামীলীগ সুবিধা ভোগী কর্মী ছিল। কাশেমের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এসময় হাতাহতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সম্মেলন থেকে তাড়িয়ে দেন কাশেমকে। পরে অরন্ডি কাশেম ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় এজাহার নামীয় ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে একটি  মামলা দায়ের করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনা  সৃষ্টি হয় এলাকাতে।

স্থানীয় এলাকাবাসী জানায়,বারপাড়া গ্রামের মৃত. আজগর আলীর ছেলে অরন্ডি কাশেম বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠাবসা করে নানান সুবিধা ভোগ করেন। আওয়ামীলীগ দলীয় তকমা ব্যবহার করে প্রভাব খাটিয়ে নিজেকে নানান অপকর্মে জড়িয়ে এলাকার বিভিন্ন মানুষের জায়গা জমি ঘরবাড়ি দখল লুটতরাজসহ নানান অপকর্ম চালিয়েছিল। ওই এলাকায় সে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে বেশ পরিচিত। আওয়ামীলীগ নেতাদের গুপ্তচর হিসেবে বিএনপির বিভিন্ন মিটিংয়ে অংশ গ্রহণ করে সেখানকার খবর পৌছে দিতেন আওয়ামীলীগ নেতাদের কাছে। এছাড়াও মিটিং গুলাতে এলাকার কে কে অংশ নেয় তার লিস্ট পৌছে দিতো স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে। ফলে বিভিন্ন হুমকি-ধমকির সম্মুখীন হতো  স্থানীয় বিএনপির কর্মীরা। আওয়ামী লীগের লোকদের সাথে মিলিত হয়ে বিভিন্ন নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট চুরিতে সবার আগে থাকতেন কাশেম। ২০২১ সালের ৩০শে জানুয়ারী বরুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ হয়ে বরুড়া কেন্দ্র দখল করতে গিয়ে বরুড়া উপজেলা বিএনপি নেতাদের ধাওয়া খান  এ কাশেম।

২০১৯ সালে রতনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের বড় ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পার্শ্ববর্তী বাড়ির আওয়ামীলীগ কর্মী খলিল গং এর দীর্ঘদিন জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় খলিলের  পক্ষে জাহাঙ্গীরের জায়গা দখলের উদ্দেশ্য তার বাড়িঘর হামলা করে ভাঙচুর করে বাড়ি ঘর লুটপাট করে। এ সময় জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে । এ ঘটনায় অরন্ডি কাশেমসহ আওয়ামী লীগের বিভিন্ন লোকদের বিরুদ্ধে ১২ নভেম্বর  জাহাঙ্গীরের স্ত্রী নাসিমা বেগম  সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  মামলা নাম্বার জি আর ৫২৫/১৯। তার বিরুদ্ধের এ মামলাটি এখনো চলমান রয়েছে।

এছাড়াও জাহাঙ্গীরের সাথে জমি বিরোধের শত্রুতার জেরে জাহাঙ্গীরের ছোট ভাই আব্দুল লতিফকে কাশেম ও আওয়ামী লীগের অন্যান্য লোকজন মিলে খলিলের পক্ষ হয়ে মারধর করে। এ ঘটনায় ৪ অক্টোবর আব্দুল লতিফের স্ত্রী মোহসেনা বেগম কাশেম ও আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলার নাম্বার জি আর ৪৭১/১৯। কাশেমের এ মামলাটিও এখনো চলমান।

২০১২ সালে হরশপুর গ্রামের বিল্লালের পুত্র আবুল হোসেন গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির আলী আক্কাছের জমি নিয়ে বিরোধে আলী আক্কাসের পক্ষ নিয়ে কাশেম আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে বিল্লালের জমির দখল দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায়  আবুল হোসেন বাদী হয়ে অরন্ডি কাশেম সহ অন্যদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেছিলেন। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছিল।

২০১৪ সালে রতনপুর গ্রামের মরহুম নুরুল ইসলামের সাথে ধর্মপুর গ্রামের জহির গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে দীর্ঘদিনের। নূরুল ইসলামের বাড়িতে বসতের সাথের ঘাস জমি দখল করতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে আসেন এ কাশেম।  এসময় দু পক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষে নুরুল ইসলামের মাথা ফাটিয়ে তাদের জমি দখলে নেয় কাশেম সহ আওয়ামীলীগের লোকেরা। চাঞ্চল্যকর এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় পত্রপত্রিকা ও মিডিয়ায়। পরে নুরুল ইসলাম এর স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কাশেম ও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

২০১৩ সালে রতনপুর গ্রামের মিজানুর রহমান গংদের সাথে তৎকালীন আওয়ামী লীগ নেতা খলিল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধে কাশেম ও আওয়ামী লীগের অন্যান্য লোকজন মিজান গংদের জমি দখল দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় ২২/০১/২০১৩ তারিখে মিজানুর রহমান বাদী হয়ে কাশেমসহ অন্যান্য আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন, মামলা নাম্বার ৩৯/১৩।

এছাড়াও ২০১৮ সালে বারপাড়া গ্রামের হিন্দুপাড়ার সুভাষ গং এর সাথে পার্শ্ববর্তী বাড়ির দীনেশ গং এর বসতের জায়গা নিয়ে বিরোধ চলছিলো।এ ঝামেলায় কাশেম সুবিধা নিতে আওয়ামিলীগ নেতাদের সাথে নিয়ে দীনেশের পক্ষে বার বার জমি দখল করতে যায়।এক পর্যায়ে দীনেশকে ট্যাপে পেলে যায়গা দখলে নিয়ে জমির মালিক বানিয়ে দিবে আশ্বস্ত করে আওয়ামীলীগের দলীয় পাওয়ারের প্রভাব খাটিয়ে ঐ জমির পাওয়ার দলীল নিয়ে নেয় কাশেম ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর। পাওয়ার দলীর নাম্বার ৩৯৭৮। পাওয়ার দলীল নেয়ার পরে জমি সহজে দখলের জন্য সুবাস গংদের হয়রানী করার উদ্দেশ্যে কাশেমের স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে কাশেম বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলি আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ৩৭৩/১৮।এ মামলায় সুবাস সহ একাধিক বিএনপি কর্মীকে হয়রানী করা হয়।

পরে সদর দক্ষিণ  উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার ও স্হানীয় লোকদের মাধ্যমে শালিশ মিমাংসা করা হয়। শালিশে এ জমির মালিক সুবাস গং সাব্যস্ত হয়। এছাড়াও কাশেমের বিরুদ্ধে আরো অনেক মামলা ও অপকর্মের অভিযোগ রয়েছে।গত ২১শে মে২০২৪ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন ইন্জিনিয়ার রিপন। সে নির্বাচনের কেন্দ্র খরচের ৫০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকায় গত ১৬ বছর আওয়ামী লীগ নেতাদের সাথে থেকে সুবিধাভোগী এ কাশেম এত অপকর্মের পরেও কিভাবে বিএনপি নেতাকর্মীদের সাথে ওঠাবসা করে?নিজ দলীয় লোকের টাকা আত্মসাৎ করা কাশেমকে ওয়ার্ড সমন্বয়কের দায়িত্ব কি ভাবে দেয়া হয়? এছাড়া হঠাৎ করে বিএনপিতে এসে নেতা দাবী করলেই কি ১৬ বছরের অপকর্মের পাপ মোচন হয়ে যাবে এমন প্রশ্ন এলাকার সকলের মুখে।

০৫ আগষ্ট সরকার পতনের পর থেকে সাদা পাঞ্জাবি পরে নিজে বিএনপির ত্যাগি নেতা দাবী করে ওঠা বসা শুরু করেন বিএনপি নেতাদের সাথে। স্কুলের গণ্ডি পার হতে না পারা কাশেম সময় পরিবর্তনের সাথে সাথে দখলের চেষ্টা করেন এলাকার গ্রাম্য সালিশের বিচারের আসন অথচ তার বিরুদ্ধেই শত অন্যায় ও জমি দখলের অভিযোগ। কেন্দ্রীয় ভাবে ঘোষণা  অনুযায়ী আওয়ামীলীগে যোগ দেয়া দলের ক্ষতি করা কোন লোক আপাতত বিএনপিতে আসার কোন অনুমতি না থাকা সত্বেও কিভাবে সে রং বদলিয়ে বিএনপিতে আসে সে প্রশ্ন এলকাবাসীর মুখে মুখে। এছাড়াও তার এসব অতীত ভূলে বিএনপি নেতারা তাকে সাথে নিয়ে অনুস্ঠানের মঞ্চে বসার কারনে ক্ষোভ প্রকাশ করেন নেতা কর্মীরা।তারা মনে করেন এমন ব্যাক্তিরা দলে বিষফোঁড়া।

এছাড়া রতনপুর গ্রামের ফরিদ উদ্দিন বলেন, এ অরন্ডি কাশেম একজন ক্রিমিনার প্রকৃতির লোক সে গত ১৬ বছর আওয়ামিলীগ নেতাদের সাথে থেকে এলাকার লোকদের জ্বালাইছে আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির অনেক কর্মীর জমি দখল করেছে এখন বোল বদলে নিজেকে বিএনপির নেতা দাবী করে বিএনপিতে এসে এলাকার বিএনপির রাজনৈনিক পরিবেশ নষ্ট করতেছে। আমি একটি সংবাদ সম্মেলনে তার ক্রিমিনালীর একটা প্রতিবাদ করেছি।গত ২৫ অক্টোবর বারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিটি নির্বাচনের সময় সে অন্যায় ভাবে হাত তোলে আমার প্রতিপক্ষ রুহুল আমিন কে সমর্থন করেছে অথচ সে ৯নং ওয়ান্ডের লোক।এলাকার রাজনৈনিক পরিবেশ তার জন্য নষ্ট হচ্ছে তার জন্য আর তাকে প্রশ্রয় দিচ্ছে রতনপুর এলাকার বিএনপির কিছু লোক।তাদের আশ্রয় ও প্রশ্রয়ে কাশেম এলকার বিএনপির এ নেতাতের সাথে রেখে অতীতের সকল কর্মকান্ড আবার ও চালিয়ে যাওয়ার আশঙ্কা করছি।তা না হলে তার সম্পর্কে সবকিছু জেনেও তারা কেন এ ক্রিমিনাল কে আশ্রয় প্রশ্রয় দিয়ে একই মঞ্চে বসে?এবং তাদের সাথে রেখে বিএনপির রাজনীতিতে এনে এলাকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সুযোগ করে দেয়? যার প্রমান স্বরুপ বলতে চাই সে দিন বারপাড়া স্কুলে যে ঘটনাটি ঘটেছে সেটা বিএনপির ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাদের সামনে ঘটেছে। বিষয়টা সমাধান না করে মামলা পর্যন্ত গড়ায়।কাশেম আওয়ামীলীগের চামচা হয়ে মামলা করার সাহস পায় কোথায়? এলাকার রাজনৈতিক পরিবেশ ধ্বংস করতে এমন একজন কাশেম যথেষ্ট। দ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত না নিলে খারাপ যে কোন পরিস্হিতির দায়ভার নেতৃবৃন্দের নিতে হবে।

এসব বিষয়ে কাশেমকে  মুঠোফোনে  জিজ্ঞাসা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর আর কথা বলতে রাজি হননি।

ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আনিসের প্যানেল বাতিলের দাবি, স্মারকলিপি প্রদান

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের প্রধান ডা. আব্দুল বাকি আনিস ও  তার সমর্থিত  প্যানেল বাতিল এবং  কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্থায় তাদের অবাঞ্চিত  ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ  এবং হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে  ছাত্র জনতা ও চিকিৎসক সমন্বয়করা। পরে  কুমিল্লা জেলা প্রশাসক  বরাবর  স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারিরা।

আন্দোলনের সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক আবু রায়হান,সহ সমন্বয়ক আল আমিন হোসেন, জে আর তানিম, সম্রাট রাব্বি, মোহাম্মদ তাহিনসহ শিক্ষার্থীরা।

সমন্বয়করা জানান,  কুমিল্লাস্থ ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল সরকার অনুমোদিত একটি বেসরকারি মেডিকেল কলেজ যা বিগত স্বৈরাচার সরকার আমলে আওয়ামীপন্থি চিকিৎসক ও শেয়ারহোল্ডারদের নিয়ে (৯৫% শেয়ার আওয়ামীপন্থিদের) ২০১১ সালে যাত্রা শুরু করে। সম্পূর্ণ আওয়ামীপন্থি প্রতিষ্ঠান হওয়ায় বিগত দিনে অত্র প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে ডা. তাহসীন বাহার ( কুমিল্লা সিটির সাবেক  মেয়র) এর একক প্রভাবে স্বৈরাচারি প্রথায় পরিচালিত হতো। বিগত ১৪ বছর যাবত অত্র প্রতিষ্ঠানে নির্বাচনের নামে অবৈধভাবে সিলেকশন প্রথায় বাহারের প্রতিনিধিরা গভর্নিং বডির আসনে বসানো হতো এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে এক রকম অনিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষা নির্যাতন চালানো হতো। যার ফলশ্রুতিতে দেখা যায়, বিগত দিনে বিএমডিসি নিয়ম অমান্য করে শিক্ষার্থীদের থেকে করোনাকালীন সময়ে ৬০ মাসের অধিক বেতন আদায় করা হয়।  এছাড়াও, হাসপাতাল ব্যবস্থাপনার নামে নানারকম উপায়ে স্বৈরাচারের দোসর কুমিল্লার স্বাস্থ্যখাতে শ্যাডো বাহার নামে পরিচিত বিএমএ ও স্বাচিপ (আওয়ামীপন্থি চিকিৎসক সংগঠন) এর সভাপতি ডা আব্দুল বাকি আনিসের নির্দেশে অত্র প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও সেবা প্রত্যাশী অসহায় মানুষদের থেকে সেবার নামে হরিলুট করা হতো, অথচ অত্র প্রতিষ্ঠানের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা ন্যূনতম সম্মানীভাতা/ প্রণোদনাটুকু প্রদান করা হতো না…যা নিতান্ত অমানবিক ছিলো।

বিগত দিনে উক্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে আওয়ামী শাসন প্রতিষ্ঠার নামে শিক্ষার্থীদের থেকে চাঁদাবাজি করে এসেছে পরিচালনা পর্ষদের ছত্রছায়ায় গঠিত মেডিকেল কলেজ ছাত্রলীগের নামে কিছু দুষ্কৃতিকারীরা যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ছিলো। এছাড়াও বিগত দিনের গভর্নিং বডির অনুপ্রেরণায়, নানাভাবে নিজস্ব মতাদর্শের শিক্ষক নিয়োগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর পরীক্ষায় পাশের নামে অন্যায়ভাবে মানসিক চাপ প্রয়োগ করা হতো, যা নিতান্ত নিন্দাজনক।

এছাড়াও গত ৫ই আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরুৎসাহিত করতে অনেক ছাত্র-শিক্ষককে সরাসরি অব্যাহতিপত্র দিয়ে নির্লজ্জ্বের মতো আচরণ করে।

সমন্বয়করা আরো জানান, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডি দ্বারা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একটি পাতানো নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে অংশগ্রহণের পূর্বে নানাবিধ হুমকি ও ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেক যোগ্য প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে প্রার্থীদের অভিযোগ রয়েছে। স্বৈরাচার সরকারের দোসরের এজেন্ট এই ডা. আব্দুল বাকি আনিস উক্ত প্রতিষ্ঠানে আওয়ামীপন্থিদের পুর্নবাসনের শপথ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক থেকে সরাসরি চেয়ারম্যান পদে উক্ত পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশগ্রহণের মতো দৃষ্টতা দেখান, যা সত্যিই এই নতুন বাংলাদেশের জন্য লজ্জাজনক। যেখানে ৩ রা আগষ্টেও তিনি স্বৈরাচারের শাসন অব্যাহত রাখার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশ আয়োজনের মূল উদ্যোক্তার ভূমিকায় ছিলেন ও কুমিল্লা বিএমএ শাখার সভাপতি হিসেবে তার ব্যক্তি মালিকাধীন মুন হাসপাতালসহ নগরীর সমস্ত প্রাইভেট হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করেন এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মামলার আসামী হিসেবে পলায়ন করে আছেন, কিন্তু দৈব কোন শক্তির ইশারায় নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করেন !!

এতবড় দৃষ্টতা এই বৈষম্যবিরোধী সরকারের আমলে সত্যিই অবাক করেছে আমাদের এবং একই সাথে শহীদদের রক্তের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ছাড়া কিছুই নয়। গত ১৮ অক্টোবর  অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ঐ নির্বাচনে ১০ জনের মধ্যে চেয়ারম্যান হিসেবে ডাঃ আব্দুল বাকি আনিস ছাড়াও শান্তি সমাবেশে অংশ নেওয়া ও সরাসরি আওয়ামী পন্থি আরও প্রায় ৬ জন নির্বাচিত হয় যা সত্যিই লজ্জাজনক।

এমতাবস্থায়, উক্ত নির্বাচিত প্যানেলকে স্বীকৃতি প্রদান জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধীদে আন্দোলনে নিহত শহীদদের রক্তের প্রতি অশ্রদ্ধা প্রদানের মতো দৃষ্টতা দেখানো ছাড়া আর কিছুই নয়, তাই এই পাতানো নির্বাচনে নির্বাচিত পরিচালনা পর্ষদের বৈধতা প্রদান হবে আওয়ামী লীগের কুমিল্লার মাটিতে পুনর্বাসনের ভিত্তি স্থাপনের মতো দৃষ্টান্ত স্থাপন, যা রোল মডেল হিসেবে পরবর্তীতে বিভিন্ন কমিটিতে পুনর্বাসনের নীল নকশা হিসেবে দেখানো হবে বলে আমরা মনে করছি। তাই স্বৈরাচারের দোসর দ্বারা সাজানো এই পরিচালনা পর্ষদ বাতিল ও তাদের পুনর্বাসনের ধারা রোধ না করলে নতুন বাংলাদেশে শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতায় আমাদের বিবেকবোধকে ধর্ষিত করা হবে বলে মনে করি।

উল্লেখ্য, ইতোপূর্বে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ পূর্বক একটি প্রতিবাদলিপি (সংযুক্ত) দাখিল করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এই ব্যাপারে সদয় অবগত রয়েছেন এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন রোধে ঐক্যমত।