Tag Archives: মাদক ব্যবসায়ী

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়ার মৃত এন্তু মিয়ার ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধিন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: শরীফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার বিকাল সাড়ে তিনটায় উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়া এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়ার বাড়ীতে তার টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে পেপারে মোড়ানো ৩০টি গাঁজার রোল (ওজন ৩০০ গ্রাম) ও নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাকে সংরক্ষিত ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘রোববার বিকালে থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন হাজারী , দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ১১৫পিছ ইয়াবাসহ জীবন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের তুজারভাঙ্গা বেপারী বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। জীবন মিয়া তুজারভাঙ্গা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সুদর্শনের নেতৃত্বে পুলিশের একটি দল তুজারভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জীবন মিয়াকে আটক করা হয় ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে। জীবন মিয়ার নামে আরো ৫/৬টি মাদক মামলা রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পৃথক দুটি অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ব্রাহ্মণপাড়া উপজেলা ও কোতোয়ালি থানার পুলিশ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের জুনু মিয়ার ছেলে মো: স্বপন মিয়া (১৯) এবং কোতোয়ালি থানার সুবর্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে তারেকুল ইসলাম তুহিন (২০)।

গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এস আই নাসিম উল হক ইমরানের নেতৃত্বে অভিযানে ব্রাহ্মণপাড়া থানার বাগরা নোয়াপাড়া এলাকার শশীদল-নয়নপুরগামী সড়কের শাহজাহান মিয়ার বাড়ীর সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অন্যদিকে কোতোয়ালি থানার এস আই শেখ মফিজুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি, ৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান দুইটি পৃথক অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মো. সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০)।

সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানরা রেল ব্রিজ এর নিচ থেকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

আটক সুমন মিয়া উপজেলা মলিকাদীর্ঘী এলাকার মৃত নুর ইসলামর ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্ত এলাকার ইছারপুল নামক স্থান দিয়ে পার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।

পরে সুলতানপুর (৬০) ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে শশীদল বিজিবির হাবিলদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মটর সাইকেল ফেলে পাচারকারীরা সীমান্তে পালিয়ে যায়।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাত সাড়ে ১২ টার দিকে তেতাভূমি এলাকায় ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল আটক করে। শশীদল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক কামাল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ পিন্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় উপজেলার কালীকৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রোকসানা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-বরুড়া সড়কে অবস্থান নেওয়া নারীর দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উপজেলার পীরযাত্রা পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার স্ত্রী।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

সোমবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৯) বি-বাড়িয়া জেলার কসবার বড়মোড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেনসহ একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানঘর কবরস্থান এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪ কেজি গাঁজাসহ আল-আমিন মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল-আমিন মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝিগরহাটি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।

জানা যায়, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ওবায়দুল হকের নেতৃত্বে এস.আই মো. রাকিব উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পালকি সিনেমা হলের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন আল-আমিনকে আটক করে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি আল-আমিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ২৮৮ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ২৮৮ টি বিয়ার ক্যানসহ মো. মোক্তার হোসেন (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে অভিযান চালিয়ে কুটুম্বপুর-কালিয়ারচর আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মোক্তার হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়নকাটি গ্রামের মৃত আবদুল হাকিম মোল্লার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার গভীর রাতে কুটুম্বপুর-কালিয়ারচর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পার্শ্ববর্তী দোকানে আছড়ে পরে এমন খবর পেয়ে এস.আই মো. গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে উদ্ধার করি। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের পিছনে ২৮৮ বোতল বিয়ার ক্যান এর কথা স্বীকার করে ড্রাইভার মো. মোক্তার হোসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।