Tag Archives: তিতাস

তিতাসে সাবেক দুই এমপি

তিতাসে সাবেক দুই এমপি সহ ১৪২ জনের নামে মামলা

তিতাসে সাবেক দুই এমপি সহ ১৪২ জনের নামে মামলা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে কুমিল্লার তিতাসে সাবেক দুই এমপি , উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৪২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিতাস থানায় জামির হোসেন বাদী হয়ে এই মামলা করেন। জামির হোসেন উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে। মামলায় আরও ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তিতাস থানার ওসি কাজী নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনের সদ্য সাবেক এমপি ইঞ্জিঃ আবদুস সবুর , জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভুইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, সাবেক ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম সোহেল শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান ফারুক সরকার, কলাকান্দি ইউপি ইব্রাহিম, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ , নারান্দিয় ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগের আরও অনেকে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে এবং আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে সাবেক দুই এমপির নির্দেশে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছাত্র জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন রক্তাক্ত জখম এবং ছাত্রজনতার শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

মামলার বাদি জামির হোসেন এজাহারে উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কড়িকান্দি বাজার থেকে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গেলেই হামলার মুখে পড়ে।

বাদি জামির হোসেন বলেন, আমি কোন রাজনৈতিক দল করি না। ছাত্রদের সমর্থনে মিছিলে গিয়ে আমার হাতে গুলি লাগে।

সবই গিলে খাইছে গোমতী

বাপ দাদার ভিটে মাটির কোন চিহ্নই নেই, সবই গিলে খাইছে গোমতী

বাপ দাদার ভিটে মাটির কোন চিহ্নই নেই, সবই গিলে খাইছে গোমতী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ভারতের উজান থেকে আসা পানির স্রোতে গোমতী নদীর তীরবর্তী কুমিল্লার তিতাস উপজেলার গ্রামগুলোতে ধীরে ধীরে নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে অন্তত ৪০টি পরিবারের বসত ভিটা গোমতী নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে আরও অর্ধশত পরিবার। ভাঙন ঠেকানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গোমতী নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। তীরবর্তী বসতীরা বাঁশ, গাছের ডালা ফেলে কিছুটা রক্ষা হলেও এবার গত কয়েকদিনের বন্যার পানির স্রোতে গ্রামের অন্তত ৪০টি ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভয়ে অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। কেউ আবার আস্ত টিনের ঘরই সরিয়ে নিচ্ছেন অন্যত্র।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, দক্ষিণ নারান্দিয়া গ্রামের পশ্চিম পাড়া বিল্লাল মিয়ার ভিটিপাকা ঘরটি কোন রকমে খুলে রক্ষা করলেও ভিটি এবং জমি রক্ষা করতে পারেননি। একই গ্রামের আব্দুস সালাম, আবুল হাসেম, বাদশা মিয়া, সাগর, মান্নান ও মনোয়ারার পরিবারের।

দিনমজুর আবুল হাসেম বলেন, আমার ঘর বাড়ী সব নদী নিয়ে গেছে। এখন মসজিদে কোন রকমে থাকি। ছেলে মেয়েরা অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে। বাপ দাদা ভিটে মাটির কোন চিহ্নই এখন নেই, সবই গিলে খাইছে গোমতী।

একই গ্রামের মিজান মিয়ার স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমাদের তিনটি ঘর কোন রকমে খুলে অন্য জায়গায় নিয়ে রাখছি। কিন্তু ভিটেবাড়িটি রক্ষা করতে পারিনি। পাশের টিনসেট বিল্ডিংয়ে থাকতাম, এখন বিল্ডিং থেকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি, আর বিল্ডিংয়ের আসবাবপত্র, টিনের চালসহ সকল মালামাল খুলে অন্যের বাড়ীতে রাখছি।

আবুল কাসেমের বিল্ডিংয়ের সামনের বসতঘর গাছপালা ও বিদ্যুতের খুঁটি নদীর ভাঙ্গনে নিয়ে গেছে। তিনি বলেন, এখন বালুর বস্তা ফেলে বিল্ডিং রক্ষার চেষ্টা করছি। পশ্চিম নারান্দিয়ার মসজিদ রক্ষার চেষ্টায় গ্রামবাসী মিলে টাকা তুলে বালুর বস্তা দিয়ে রক্ষার চেষ্টা করছেন।

সবই গিলে খাইছে গোমতী
সবই গিলে খাইছে গোমতী

ক্ষতিগ্রস্ত নারান্দিয়া গ্রামের অন্যান্য বাসিন্দারা জানান, দিন দিন বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে অনেক ঘর বিলীন হয়েছে নদীগর্ভে। এখন মানবেতর অবস্থায় আছেন। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারগুলো।

নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, নারান্দিয়া গ্রামের গোমতী নদীর দুই পাড়ের প্রায় ৫০টি পরিবারের বাড়ী নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখনো প্রতিদিনই কোন না কোন পরিবার নিঃস্ব হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলায় জমা দিয়েছি।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আর নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান আজকের কুমিল্লাকে বলেন, ভাঙ্গনরোধে এবং নদীর ক্ষতিগ্রস্ত বাধগুলো পুনঃনির্মানের জন্য প্রকল্পের পূর্বশর্ত হিসেবে সমীক্ষা প্রকল্পের একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পরিকল্পনা কমিশন থেকে পাশ হলে সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গনরোধে কাজ সম্পাদন করা হবে।

তিতাসে ত্রাণের প্রলোভন

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

স্টাফ রিপোর্টার:

তিতাসে ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা ধর্ষণে অংশগ্রহণকারী ৬ জন বখাটেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর (৪৫), চকের বাড়ির সিএনজি চালক বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ (২৫), এবং বিদ্যুত মজুমদার (৩৫)।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী ত্রাণ পাওয়ার আশায় দাসকান্দি বাজারে আসেন। সিএনজি চালক বাবু তাকে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যা হলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এক ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে তথ্য পৌঁছে। শুক্রবার সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাদের বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিতাসে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় চলাচলের জন্য নির্মিত সেতু ভেঙে গেছে। এতে উপজেলার নারানন্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ ১৫ গ্রামের লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৯ মে) দুপুর ২টার দিকে বালুবাহী বাল্কহেড ধাক্কায় সেতুটির মাঝখানে ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়া পর থেকে আসমানীয়া বাজারের সাথে তিতাস সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা বলেন, বালুবাহী দু’টি বাল্কহেডের ধাক্কায় সেতুটি ভেঙ্গে ঝুলে আছে। এতে আমার ইউনিয়নের একমাত্র আসমানিয়া বাজারের সাথে পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে আগের স্টীলের পুরনো সেতুটি ভেঙ্গে পাশেই এখানে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। আর মানুষের চলাচল এবং পারাপারের জন্য এই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়া সেতুটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল।

তিতাস উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, আসমানিয়ায় গোমতী নদীতে নতুন সেতু নির্মান কাজ চলমান। মানুষের চলাচলের জন্য ষ্টীলের পুরনো সেতুটির সাথে কাঠ বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করেছিলাম। দু’টি বালুবাহী বাল্কহেডের প্রতিযোগিতার কারনে সেতুর সাথে ধাক্কা লাগে। এতে সেতুটির মাঝের অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে।

কুমিল্লায় তিতাসে চাচাকে হত্যায় ভাতিজার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে হাজি নবী হোসেনকে (৬৪) গলা কেটে হত্যার দায়ে ভাতিজা আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আউয়াল উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের আবদুর রবের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি একটি মামলায় আবদুল আউয়ালকে গ্রেফতার করে তিতাস থানা পুলিশ। তিনি সন্দেহ করেন চাচা নবী হোসেনই তাকে ধরিয়ে দিয়েছেন। পরে আউয়াল জামিনে বেরিয়ে ২৪ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে চাচা নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যান। পরে স্থানীয়রা নবী হোসেনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে চাচাতো ভাই আউয়ালসহ অজ্ঞাতনামা দুই জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আউয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

কুমিল্লা তিতাসের চাঞ্চল্যকর মোস্তফা কামাল হত্যার ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে মোস্তফা কামাল নামের একজনকে খুন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলার মাঝে এ ঘটনা ঘটে।

রোববার (৩১ ডিসেম্বর)  দুপুরে  কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতার দুই আসামি হলেন, এজাহারনামীয় আসামি তিতাস উপজেলার খোশকান্দি গ্রামের মো. নাজিম উদ্দীন (৩৯) ও রুমন ব্যাপারী ওরপে সুমন।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডের শিকার মোস্তফা কামাল (৩৩) ও এজাহারভুক্ত আসামি সাইদুল(৩৬), নাজিম উদ্দিন(৩৯) ও মো. মাইন উদ্দীন একই গ্রামের বাসিন্দা। তারা সবাই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। কিছুদিন পূর্বে ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে মোস্তফা কামালের সাথে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীনের কথা কাটা-কাটি ও একপর্যায়ে মারামারি হয়। এই প্রেক্ষিতে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীন ভিকটিম মোস্তফা কামালের উপর ক্ষুব্ধ ছিল। এতে তাদের মাঝে বিরোধ তৈরি হয়।

গত ১৮ ডিসেম্বর দুপুরে নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলছিল। এসময় আসামি সাইদুল ও নাজিম উদ্দীন মোস্তফা কামালকে ঘাড়ে, মাথায় ও কপালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে আসামিরা আত্মগোপনে চলে যায়। এঘটনার পর তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের রুজিনা আক্তার (৩১) স্বামী হত্যার বিচার চেয়ে বাদী হয়ে তিতাস থানার মামলা দায়ের করে। গত ৩০ ডিসেম্বর হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ নাজিম উদ্দীনকে (৩৯) ও পরে রুমনকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।

দাউদকান্দি-তিতাসকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে : ইঞ্জি. আবদুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ চালিকাশক্তিতে নির্বাচনী ট্রেন এখন চলমান। আমরা ওই ট্রেনের ২৪৯(কুমিল্লা-১) নম্বর বগির যাত্রী।

আমাদের গন্তব্যে পৌছতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কুমিল্লার মধ্যে আমরা একনম্বর আসনে, ৭জানুয়ারী ভোটের মাধ্যমে আমাদের একনাম্বর হতে হবে। এরজন্য প্রতিটি পাড়া মহল্লার ঘরে ঘরে শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে বলে নেতাকর্মীদের প্রতি নির্দেশ রইলো।

শুক্রবার(২২ ডিসেম্বর) বিকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে শাহপুর শান্তির বাজার মাঠে পথসভায় একথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর দাউদকান্দি এবং তিতাস উপজেলাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে শিক্ষাবান্ধব মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব তিতাস দাউদকান্দি গড়তে তরুন সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে এখানে মেডিকেল কলেজ ও পলিটেকনিক কলেজ করা হবে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাক লাগিয়ে দিতে পারে তার জন্য এখানে আইটি ভিলেজ করা হবে। সর্বোপরি আমরা স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস করতে দরকার শেখ হাসিনার সরকার। তাই ৭জানুয়ারীর নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকায় দেয়ার আহবান জানান।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক সারোয়ার বাবু, জেলা কৃষকলীগ নেতা বাদল রিয়াজ, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রুবেল প্রমূখ। এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিতাসে আ.লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আ.লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ আ.লীগ কার্যালয়ে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় শান্তি সমাবেশে ও প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,জগতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.সাদেক পাঠান, মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল, জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ আবুল খায়ের,উপজেলা মহিলা আ.লীগ নেত্রী মোসাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো.রেজাউল ইসলাম মোল্লা,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাবেক সহ-সভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বার,সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন ব্যাপারীসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।৷

পরে উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি জামাত শিবিরের ডাকা হরতালের বিরুদ্ধে গৌরীপুর-হোমনা সড়ক পদক্ষিণ করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

দাউদকান্দি তিতাসের পূজামন্ডব পরিদর্শন করেন সুবিদ আলী ভূইয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি ।

তিনি সোমবার (২৩অক্টোবর) শারদীয় মহানবমীর দিনে বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন-শৃঙ্খলাসহ দুর্গা উৎসবের নানান বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে যুক্ত হন।

পুজামণ্ডপ পরিদর্শনকালে সুবিদ আলী ভুইয়া বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য ধর্ম পালনে সমান অধিকার প্রদান করেছে। পারস্পরিক ভাতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে অতীতের মতো আওয়ামী লীগ সরকার সবসময় দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের সংগঠনের নেতাকর্মীরা মণ্ডপ ও তার আশেপাশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষ একসঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দেশকে আবারো পাকিস্তানী চেতনায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে আহবান জানান তিনি।

পূজামণ্ডপসমূহ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ , দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরনবী, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

তিতাসে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তার কার্যালয়ে থাকা পরিষদের জরুরী অনেক কাগজপত্র পুড়ে যায়।

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, আমি বাড়িতে ছিলাম না। কেয়ারটেকার মাফিয়া বেগমের মাধ্যমে জানতে পারি আমার বসতবাড়ী দাসকান্দিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় দ‍ুর্বৃত্তরা। তিতাস থানা পুলিশ ও হোমনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে আমার আলমিরায় রাখা সরকারী নথিপত্র পুড়ে গেছে। এর আগেও আমার বাড়ীতে আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়ন যুবলীগ নেতা জহির হত্যা মামলায় আমাকে আসামী করার পর থেকেই বাদী পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। আমাকে বাড়িতে আসতে দিচ্ছে না, তারই জের ধরে আমার পরিষদের অস্থায়ী কার্যালয়ে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের বিষয়টি আমি উপজলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনকে জানালে তিনি আমাকে খুব তীক্ষ্ণ ও অশ্লীল ভাষায় কথা বলেন এবং এক পর্যায়ে ঘটনাটি নাটক বলেও মন্তব্য করেন। যা আমি ওনার কাছে থেকে আশা করিনি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে নিহত যুবলীগ নেতা জহির মোল্লার পিতা আবুল হোসেন মোল্লা বলেন, এবিষয়ে আমি এখন কিছু বলবো না,সময় হলে সব বলবো।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রতি অনুরোধ করেন।

তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, বাবুল চেয়ারম্যান আমাকে ফোন করে অগ্নিসংযোগের জন্য সরাসরি আবু মোল্লাকে দোষারোপ করায় তাকে বকাঝকা দিয়েছি। আর আগুনে পরিষদের কোন নথিপত্রের ক্ষতি হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে আমাকে নিশ্চিত করেছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা কাঞ্চন কান্তি দাশ আজকের কুমিল্লাকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।