কুমিল্লায় পানি বৃদ্ধি
টানা ৮ দিন কুমিল্লায় পানি বৃদ্ধি র পর অবশেষে গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দক্ষিণাঞ্চলের কিছু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ ও ত্রাণের সংকট বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ছিল।
যদিও গোমতীর পানি কিছুটা কমেছে, কিন্তু গত ২২ আগস্ট বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এখনো ওই স্থান দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা বুড়িচং ও দেবিদ্বার উপজেলায়ও। এ ছাড়া সালদা ও ঘুংঘুর নদীর ভাঙনে প্রতিদিন পানি বাড়ছে।
বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌযানের অভাবের কারণে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো বন্যার ভয়াবহতা বিরাজ করছে। ত্রাণের জন্য মানুষের আকুতি চারদিকে শোনা যাচ্ছে। বিশেষ করে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার অবস্থা এখনও উন্নত হয়নি।
জেলা প্রশাসনের তথ্যমতে, ১৪টি উপজেলায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। তবে স্থানীয়দের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে নেমে আসলেও বাঁধটি এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ তীব্র স্রোতের কারণে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি কমে যাওয়ার পর বাঁধ মেরামত করা যাবে, যা হতে আরও প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।