Tag Archives: নাঙ্গলকোট উপজেলা

কুমিল্লায় পানি বৃদ্ধি

কুমিল্লায় গোমতীর পানি কমলেও, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট

কুমিল্লায় পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:

টানা ৮ দিন কুমিল্লায় পানি বৃদ্ধি র পর অবশেষে গোমতী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দক্ষিণাঞ্চলের কিছু উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ ও ত্রাণের সংকট বেড়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতীর পানি বর্তমানে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে এটি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ছিল।

যদিও গোমতীর পানি কিছুটা কমেছে, কিন্তু গত ২২ আগস্ট বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার পর এখনো ওই স্থান দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই অবস্থা বুড়িচং ও দেবিদ্বার উপজেলায়ও। এ ছাড়া সালদা ও ঘুংঘুর নদীর ভাঙনে প্রতিদিন পানি বাড়ছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌযানের অভাবের কারণে ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো বন্যার ভয়াবহতা বিরাজ করছে। ত্রাণের জন্য মানুষের আকুতি চারদিকে শোনা যাচ্ছে। বিশেষ করে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যার অবস্থা এখনও উন্নত হয়নি।

জেলা প্রশাসনের তথ্যমতে, ১৪টি উপজেলায় ১০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি। তবে স্থানীয়দের মতে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে নেমে আসলেও বাঁধটি এখনই মেরামত করা সম্ভব হচ্ছে না। কারণ তীব্র স্রোতের কারণে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি কমে যাওয়ার পর বাঁধ মেরামত করা যাবে, যা হতে আরও প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

পায়ে হেঁটে হজ করতে মক্কা যাচ্ছেন কুমিল্লার যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী ২০২৪ সালে হজ পালনের উদ্দেশে হেঁটে আলিফ মাহমুদ (২৫) নামে কুমিল্লার এক যুবক গ্রাম ছেড়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হন। সে বাতাবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে।

আলিফ জানান, যশোরের বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছে তার।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরও অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। আলিফ বলেন, সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটার কিংবা আরও একটু বেশি। এসব দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তিনি সঙ্গে রেখেছেন। তার খরচ বহন করছে দুলাল কাজী গ্রুপ।

আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ বলেন, ‘আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরও বলেন, ‘শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।’

স্থানীয় বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ওই যুবক যখন হেঁটে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করে তখন বিশ্বাস হয়নি, পরে তার ইচ্ছাশক্তি দেখে ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র প্রদান করি। আশা করি সে মক্কা পর্যন্ত যেতে সকল দেশের সহযোগিতা পাবে।

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

নিহত শিশু উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার কসাই (গোস্ত দোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি জেনেছি। থানায় জানানো হয়েছে।

খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্য আটক, ৬ কিশোর উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকায় ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া মোবারক হোসেন (৫০) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নামুরপাড় গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে এবং ইমন খান রায়হান (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।

আর উদ্ধার কিশোররা হলেন, চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শাহীন খানের ছেলে আবু সাঈদ (১৩) সোনাইমুড়ি উপজেলার এলাকার আমল নগর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেরাজ হোসেন (১৪), নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের আ. করিম মোল্লার ইমাম হাসান (১৫), চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের রবিউল ইসলামের ছেলে তামিম (১৫), হাটহাজারী উপজেলার আজাদের ছেলে ফাহিম (১৫) এবং দেবীগঞ্জ উপজেলার দিনাজপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শরীফুল ইসলাম (১২)।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম পৌর এলাকার আজমিরী হোটেলের সামনে থেকে মোবারক হোসেন ও ইমন খান রায়হানকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই কিশোরদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের কবলে নেয় আটকরা। পরে তাদের বিভিন্নস্থানে স্থানান্তর করে শারীরিক, মানসিক নিপীড়নসহ ভয়ভীতি দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোববার দুপুরে লাকসাম থানায় মামলা দেওয়া হয়। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। দুর্ঘটনার পর রোববার রাত দেড়টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান শুরু হয়নি।

সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরও একটি রিলিফ ট্রেন আসলে ভোর সাড়ে ৬টা থেকে এক সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে আপ ও ডাউন দুই দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দেরিতে উদ্ধার কাজের বিষয়ে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকেপড়া ট্রেনগুলো পাসিংয়ের ব্যবস্থা করি। যার কারণে রিলিফ ট্রেন আসতে দেরি হয়েছে।

তিনি আরও জানান, ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পারবো।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।তবে এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

নাঙ্গলকোটে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বহু হতাহতের আশংকা রয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

হঠাৎ বিদ্যুৎ চলে গিয়ে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

লাকসাম র‍্যাবের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যেই মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ে ইফতার করার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ে রওনা দেন যোবায়ের হোসেন। কিন্তু সাগর পাড়ে ইফতার করা হলো না তার। ইফতারের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (২৫) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সরফাওতলী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যোবায়ের হোসেনসহ প্রায় ৩০ জন বন্ধু প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় লরির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ২০টি মোটরসাইকেলযোগে বন্ধু-বান্ধব নিয়ে জুমার নামাজের পর চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচে ইফতার করার জন্য রওয়ানা দেয় যোবায়ের। বিকেল ৪টার দিকে বারাইয়ারহাট এলাকায় লরি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ইয়াবা ও জালনোটসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ইয়াবা ও জালনোটসহ মোঃ শাহজাহান (৬২) ও খালেদা আক্তার (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে নাঙ্গলকোট উপজেলার গন্ডাকুরা এলাকায় বিশেষ অভিজান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় শাহজাহানের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং খালেদা আক্তারের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার টাকার ৬টি জালনোট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান উপজেলার গন্ডাকুরা গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে এবং খালেদা আক্তার একই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নাঙ্গলকোটসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এছাড়াও আরও জানা যায় যে, আটককৃত আসামী মোঃ শাহজাহানের ভাইয়েরা কক্সবাজারে অবস্থান করে ইয়াবা ব্যবসা করে সেই সুবাধে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নাঙ্গলকোটসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবারহ করত এবং ধৃত আসামী খালেদা আক্তার (৩২) মুদির দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা য়েছে। এছাড়াও মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্দে র‌্যাবের অভিজান অব্যাহত থাকবে।

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের তিন সন্তানের জনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোশারফ হোসেন মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট গ্রামের এক প্রতিবন্ধী তরুণী প্রায়সময় বিভিন্নস্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্কুলের মাঠে গেলে তাকে মোশারফ স্কুলের পিছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করার সময় হাবিব নামের এক রাজমিস্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায়। পরে মিস্ত্রী ঘটনাটি স্থানীয়দের বলেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

নাঙ্গলকোটে প্রবাসীর ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় গ্রামে প্রবাসীর চারটি ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রির করার অভিযোগ পাওয়া গেছে আব্দুল ওহাব ও তার ছেলেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে মোঃআব্দুস শুক্কুর ভূঁইয়া বাদী হয়ে সোমবার রাতে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো: আব্দুর শুক্কুর পুরাতন বাড়িতে চারটি ঘর রেখে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দৌলখাঁড় বাজার সংলগ্ন নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করে পুরাতন বাড়িতে বিভিন্ন গাছপালার বাগান করে। গত ১৫ ডিসেম্বর রাতে আব্দুল ওহাব ও ছেলেরা পুরান রাড়ির ঘরের কিছু অংশ রেখে টিনের চাল বেড়া ভেঙে নিয়ে দৌলখাঁড় বাজারের ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।